• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
আর কোনো শিল্পী যেন আমার মতো ভুক্তভোগী না হন: বেবী নাজনীন
ট্রেন থামল স্টেশন পেরিয়ে ২ কিলোমিটার দূরে, এরপর যা ঘটল 
যাত্রা বিরতি দেওয়ার ঠিক আগ মুহূর্তে ব্রেক ফেল করে চিলাহাটি থেকে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন। এতে প্ল্যাটফর্মে না থেমে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। যাত্রীরা বলছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নীলফামারীর ডোমার রেল স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ডোমার পৌঁছানোর নির্ধারিত সময় ছিল। ট্রেনটি কিছুটা বিলম্বে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ডোমার রেলস্টেশনে পৌঁছায়। তবে সেখানে না থেমে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুতগতিতে সামনে এগিয়ে যায়। প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াতে সক্ষম হয় এটি। সেখানে কিছুক্ষণ থামার পর আবার উল্টো পথে প্ল্যাটফর্মের দিকে ট্রেনটিকে আনা হয়। ট্রেনটির চালক আসাদুজ্জামান ও গার্ড হ‌ুমায়ূন কবির খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেক দূর গিয়ে জরুরি ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। ততক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এরপর ডোমার রেলস্টেশনটি ফিরে গিয়ে ৭টা ৫০ মিনিটের দিকে আবার গন্তব্যের উদ্দেশে রওনা করে ট্রেনটি। ডোমার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার বাবু হোসেন গণমাধ্যমকে জানান, আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামবে। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার সামনে এগিয়ে যায়। এ সময় যাত্রীদের সাময়িক অসুবিধা হয়। পরে ট্রেনটি পেছনে ফিরে এসে যাত্রীদের ওঠায়। এরপর তাদের নিয়ে ট্রেনটি আবার ৭টা ৫০ মিনিটের দিকে গন্তব্যে রওনা দেয়।  আরটিভি/এএএ/এআর
কথা-কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
আরও ৩১ ওয়াগনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
ব্যাংক থেকে বের হতেই বৃদ্ধের টাকা ছিনতাই, শোকে মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে ছিনতাইকারীরা আশরাফ (৬০) নামে এক বৃদ্ধের টাকা নিয়ে পালিয়ে গেলে তিনি হার্ট অ্যাটাকে মারা যান।  সোমবার (২১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের শহীদ তুলসীরাম সড়কে ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। নিহত আশরাফের বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে।  তার ছেলে মাদরাসা শিক্ষক নাজমুল হোসেন জানান, বাবা ও মা ব্যাংকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। সেই ঋণের ২৫ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। গেটের ওখানেই ছিনতাইকারীর চক্রটি বৃদ্ধদের শাড়ি লুঙ্গি দিচ্ছে এ কথা বলে একটু পাশে সরিয়ে নিয়ে যায় মা-বাবাকে। পরে ভাড়ার কথা বলে খুচরা টাকা আছে জিজ্ঞেস করে কৌশলে আমার বৃদ্ধ মায়ের কাছ থেকে ওই টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এতে আমার বৃদ্ধ বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন উনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও চিকিৎসক নাজমুল হুদা জানান, হাসপাতালে আসার পথেই উনি মারা গেছেন। মূলত শোকে হার্ট এ্যটাক হয়েছে। এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, সোমবারে ছিনতাই শোকে বৃদ্ধের মৃত্যু বিষয়টি আমরা জেনেছি। ব্যাংকসহ গুরুত্বপূর্ণ সড়কের সিসি ফুটেজ দেখে আমরা চোরদের ধরার চেষ্টা করছি এবং ব্যাংক পাড়ায় নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে। উল্লেখ্য, গত দেড় মাসে সৈয়দপুরে ১৮ থেকে ২২টি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বেশি ঘটেছে ওই তুলসীরাম সড়কে। এর মধ্যে মোটরসাইকেল, নগদ টাকা, রিকশা ভ্যান, টিউবওয়েল, সোলার মেশিন, গরু, গহনা, ভ্যানিটি ব্যাগসহ আরও অনেক কিছু চুরি মাত্রাতিরিক্তহারে বেড়েছে সৈয়দপুরে। শহরজুড়ে মাত্রাতিরিক্ত চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শহরবাসী। আতঙ্ক যেন কমছেই না। আরটিভি/এফআই
নীলফামারীতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
নীলফামারীর কিশোরগঞ্জে রবিউল ইসলাম বাবু (৪২) নামে এক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে তার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের গদা কোরানিপাড়া গ্রামের নুরুল সরকারের ছেলে। রবিউল ইসলাম বাবু উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে শহরে আগ্নেয়াস্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ শহরের চৌরঙ্গী মোড় হতে ২০০ থেকে ২৫০ জন আওয়ামী লীগের নেতাকর্মী একত্রিত হয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের ওপর চড়াও হয়ে ছত্র ভঙ্গ করেন। এ সময় হঠাৎ শহরের পৌরমার্কেট তিতুমীর সড়কে অবস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র ও লাঠি, ছোরা ও দেশীয় অস্ত্রসহ ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় টিভি, এসি, ফ্রিজ, টেবিল, চেয়ার, আসবাবপত্র, তিনটি ল্যাপটপ, স্যানেটারি মালামালসহ প্রায় ৩২ লাখ টাকার মালামালে ক্ষতি সাধন হয়। এ ঘটনায় সদরের শাহীপাড়া এলাকার মৃত আতফাব উদ্দিনের ছেলে রবিউল আলম সরকার বাদী হয়ে ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এম এ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। আরটিভি/এএএ-টি
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু
নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় কল্পনা রানী রায় (৪০) নামে এক আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার রাতে রংপুরের ডক্টরস ক্লিনিকে তিনি মারা যান। সোমবার (৭ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। কল্পনা রানী রায় জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের নরেশ চন্দ্র রায়ের স্ত্রী ও ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে ওসি আরিফুর রহমান বলেন, ‘গত ৩ অক্টোবর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজার এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন কল্পনা রানী। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর মারা যান তিনি। আরটিভি/এমকে  
মাইকিং করে অল্প দামে গরুর মাংস বিক্রি, ক্রেতাদের ভিড়
মাইকিং করে নীলফামারীর ঢেলাপীর হাটে মাত্র ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হচ্ছে।  গত তিন দিন ধরে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের পাশে বাদশা মিয়া এ দরে মাংস বিক্রি করছেন।  জানা যায়, নিম্ন ও মধ্যবিত্তদের কথা ভেবে ঢেলাপীর বাজারে বাদশা গোস্ত ভান্ডারের বাদশা মিয়া স্বল্পমূল্যে মাংস বিক্রি করেছেন। রোববার (৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানটিতে সকাল থেকে ব্যাগ হাতে ভিড় করেছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সারিবদ্ধভাবে কেউ এক কেজি, কেউ দুই কেজি কিংবা তার বেশি মাংস কিনছেন। ঢেলাপির হাট এই অঞ্চলের সবচেয়ে বড় গবাদি পশুর হাট হিসেবেই স্থানীয়দের কাছে বেশ পরিচিত।  এ হাটের ইজারাদার জানান, বাদশা মিয়া ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করলে তার সন্দেহ হয়। তিনি ওজনে কম দিচ্ছেন কিনা সেটি পরীক্ষা করেও দেখেন মোতালেব। মাংসের ওজন সঠিক থাকায় বাদশাকে ধন্যবাদ জানান।  বাদশা মিয়ার এমন উদ্যোগের কারণে তার কাছ থেকে টোল আদায় করছেন না বলেও জানান ইজারাদার।  এ বিষয়ে বিক্রেতা বাদশা মিয়া বলেন, ‘হাটে এখন কম দামে গরু মিলছে। এই দামে মাংস বিক্রি করতে আমার কোনো সমস্যাই হচ্ছে না। প্রথম দিনে আমি ৬১০ টাকা কেজিতে মাংস বিক্রি করেছি। ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে ৬ অক্টোবর মাইকিং করে ৬০০ টাকা দরে বিক্রি করছি।’ আরটিভি/এমকে/এএইচ
আসাদুজ্জামান নূরসহ ৩৬০ জনের বিরুদ্ধে মামলা
চাঁদাবাজির অভিযোগে নীলফামারীর সাবেক দুই সংসদ সদস্য, সদর থানা পুলিশের সাবেক ওসি-সাংবাদিকসহ ৬০ জনের নামে মামলা দায়ের করেছেন এক শিক্ষার্থী। সোমবার চিফ জুডিশিয়াল আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন মো. সৌমিক হাসান সোহান নামে ওই শিক্ষার্থী। তিনি শহরের পূর্ব কুখাপাড়ার শামীম হোসেনের ছেলে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ। জানা যায়, আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানা পুলিশকে এফআইআর হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় জানানো হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন আসামিরা। এ ছাড়াও বলপ্রয়োগ ও গত ১৮ জুলাই থেকে আন্দোলনকারীদের ওপর হামলা-মামলার নামে ভয়ভীতিসহ আসামিরা চাঁদা দাবি করেছেন। আসামিরা হলেন- নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ। একই মামলায় সদর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম, উপপরিদর্শক রনি কুমার পাল, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও দৈনিক জবাবদিহি পত্রিকার নীলফামারী প্রতিনিধি ফেরদৌস আলম চপলকেও আসামি করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) এম আর সাঈদ বলেন, মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য বিজ্ঞ আদালত থেকে সোমবার নির্দেশনা পেয়েছি। সেটি আদালতের দেওয়া সময়সীমার মধ্যে রেকর্ড করা হয়েছে।
সৈয়দপুরে ৯০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা  
নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক পৌর মেয়র রাফিয়া জাহান বেবিসহ আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে ৯০ জনের নাম উল্লেখ করে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  রোববার (১ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর থানার উপপরিদর্শক আকমল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে শনিবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি ও সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবী, ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে আসামিরা বিভিন্ন জায়গা থেকে শহরে এসে জড়ো হন। পরে তারা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসব ভাঙচুরের কারণে কার্যালয়ের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।