• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে কৃষকের বাজার
দেশে চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনমনে স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। কৃষক ও ক্রেতাদের মেল বন্ধনের উদ্দেশ্যে চালু করেছে মানবতার সওদাপাতি কৃষকের বাজার। যেখানে কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারছে। এতে একদিকে যেমন খুশি হচ্ছেন সাধারণ ক্রেতারা অপরদিকে লাভবান হচ্ছেন কৃষকরা। মধ্যস্বত্যাভোগী না থাকায় ন্যায্য দাম পাচ্ছে কৃষকরা। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের যৌথ উদ্যোগে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে মানবতার সওদাপাতি কৃষকের বাজার নামে অস্থায়ী এ বাজার। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে এ বাজার। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বাজারে নিজেদের খেতের উৎপাদিত লাউ, শিম, মূলা, বরবটি, আলু, কাঁচামরিচ সহ অন্যান্য কাচা সবজির পসরা নিয়ে বসেছেন কৃষকরা। তাতে ক্রেতাদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাজারের চেয়ে প্রতিটি পণ্যে ৫ থেকে ১০ টাকা কমে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে পলিথিন মুক্ত কেনাকাটা করতে ও ক্রেতা বিক্রেতাদের উদ্বুদ্ধ করতে এ বাজারের আরেকটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যেখানে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে পরিবেশবান্ধব ভুট্টার আঁশে তৈরি বিশেষ ব্যাগ ও পাটের ব্যাগ। এছাড়াও শুধুমাত্র কাচা সবজিই নয়, এ বাজারে পাওয়া যায় মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যই। বাজার করতে আসা ক্রেতা শাহিন আলম জানান, আমাদের এখানে আশেপাশে প্রায় ৩টি বাজার রয়েছে। আমি সব গুলোতেই যাই এবং সব গুলোরই মূল্য তালিকা আমার জানা। এখানে আমি কিছু সবজি ও প্রয়োজনীয় আরও দু একটি জিনিস কিনেছি। এ বাজারে আমি প্রতিটি জিনিস স্থানীয় অন্য বাজার গুলোর তুলনায় অনেক কমেই কিনেছি। কোনটাতে তো কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কম পেয়েছি।আবুল হোসেন নামের আরেক ক্রেতা জানান, আমি ব্রয়লার মুরগির মাংস কিনেছি এবং স্থানীয় বাজারের চেয়ে কেজিতে ২০ টাকা কম পেয়েছি। স্পতাহে সাত দিন না হলেও অন্তত এ বাজারটিকে যেন অস্থায়ী ভাবে না রেখে এটিকে স্থায়ীভাবে রাখার জন্য জেলা প্রশাসনকে বলবো। বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক তোজাম্মেল জানান, আমি আধা মণ বরবটি নিয়ে আসছিলাম। এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়েছে। বাজারের চেয়েও কেজিতে ২০ টাকা কমে বিক্রি করেছি তবুও পাইকারদের চেয়ে বেশি মূল্য পেয়েছি। এর পরের দিন আমি আরও বেশি সবজি নিয়ে আসবো।   জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান, কৃষকের বাজার মূলত হলিডে মার্কেটের মত। ছুটির দিনে সুলভ মূল্যে ক্রেতাদের ক্রয় করা এবং কৃষক সরাসরি নিজেই বিক্রেতা হয়ে ন্যায্য মূল্য পাওয়ার উদ্দেশ্যেই এই বাজারটি চালু করা। ভোক্তারা চাইলে আরও বড় পরিসরে এ বাজারকে আমরা করার কথা ভাবতে পারি। আরটিভি/এএএ    
ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল
মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে বাস খাদে, আহত ১০
‘আলোর প‌থে’ অর্ধশত চোরাকারবা‌রি
সাবেক এমপি সুজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।  রোববার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  মৃত শিশুরা হলো—রাফিয়াত (৫) ও সাফা আক্তার (৩)। রাফিয়াত উপজেলার কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও সাফা আক্তার গ্রামের সুমনের মেয়ে।  মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, দুই ভাই-বোন বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। পরে বেলা ১১ টার দিকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের স্বজনদের খবর দেন। পরে লোকজনদের সহযোগিতায় পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।  উপজেলার স্থানীয় ভোমরাদহ ইউনিয়নের পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আরটিভি/এএএ/এআর  
ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেনকে নির্বাচন করা হয়। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসেবে ২০১৮ সালে এ কমিটির মেয়াদ শেষ হয়েছিল। বিলুপ্ত কমিটির সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সংগঠনকে গতিশীল করতেই কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে। আরটিভি/আরএ-টি
সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে 
ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন এ নির্দেশ দেন। এর আগে, বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন এবং বাদীকে বেধড়ক পেটান। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক এমপি দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই মামলায় গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাতবার এমপি হন। আরটিভি/আইএম-টি
সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার
ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি প্রধান আসামি। প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি তিনি। আরটিভি/আইএম
সাবেক এমপি সুজনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখল মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের জামিন আবেদন নাকচ করে তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সুজনকে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে একটি মামলায় ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে এ আদেশ দেন বিচারক। বাদিপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রহিমা খাতুন আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে সেখানেও জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে, সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে রাজধানীর নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনসহ ২৮ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন হাবিবুল ইসলাম বাবলু নামের এক ব্যক্তি। ওই মামলায় দবিরুলের ছোট ছেলে ছাত্রলীগের সাবেক নেতা মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আকালু ডোঙ্গা, একই উপজেলার তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান শামীমও আসামি। এ মামলা ছাড়াও সুজনকে গত ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে ৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ‘যেহেতু তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রাণনাশের হুমকিসহ হত্যা অভিযোগ এসেছে তাই তদন্তের প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। সেই বিবেচনায় বিজ্ঞ আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।’ উল্লেখ্য, সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও জমিদখলসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত জেলায় ৪টি মামলা হয়েছে। আরটিভি/এমকে
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৯
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের দেউনিয়া বাজারের পাশে ভূল্লী নদীতে ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৫), নজরুল ইসলামের ছেলে মনির (১৪) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)। এ ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনজন ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও ৬ জন। আহতরা হলেন- গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুলের ছেলে ফারুক হোসেন (১৮), বরকত আলীর স্ত্রী ফজিলা বেগম (৩৫), ইউসুফ আলীর ছেলে ফরিদ (১৫), বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৮ বছর বয়সী শিশু রুমান, ১২ বছর বয়সী কিশোর রানা, ১১ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৭ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নিহত আরিফুল ও মনির নদীতে গোসল করছিলেন। সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান। এ ঘটনায় নিহতদের পরিবার ও ওই এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। আরটিভি/এমকে/এসএ