পুরান বদলে নতুন নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ , ০২:৫৬ পিএম


Linux swap offer
লিনেক্সের অদলবদল অফার

এই প্রথম লিনেক্স নিয়ে এলো অদলবদল অফার। এই নতুন আফারটির মাব্যমে লিনেক্সের প্রতিটি কাস্টমার পাবেন তাদের পুরান ফোন বদলে নতুন ফোন নেয়ার সুযোগ। যদি কোনো কাস্টমার তার সচল ফিচার/ বার ফোন পরিবর্তন করে লিনেক্স এর LE-101 folding & LE-34 Light সেটটি নিতে চান তাহলে তিনি সচল ফোনটি পরিবর্তন করে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। 

বিজ্ঞাপন

অদল-বদল অফার এর জন্য কাস্টমারের কিছু ডকুমেন্টস প্রদান করতে হবে।

যেমন- 

বিজ্ঞাপন

কাস্টমারের NID Card এর ফটোকপি এবং এক কপি ছবি।

Acknowledgement paper-এ কিছু তথ্য পূরণ করতে হবে।

অবশ্যই ফোনটি সচল থাকতে হবে। প্রতিটি বাটিন যাতে কাজ করে সেটা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

অবশ্যই লোকাল ব্র্যান্ডের বারফোন হতে হবে। 

ফোনের সব বাটন ঠিক থাকতে হবে এবং আউট গোয়িং কলা করা যায় এমন হতে হবে।

অতি দ্রুত লিনেক্সর এই অফারটি পুরো বাংলাদেশে চালু হতে যাচ্ছে সবস্তরের প্রতিটি মানুষ এই অফারটি গ্রহন করতে পারবে।

আরও পড়ুনঃ

দারাজ নিয়ে এলো ‘১০.১০’ ক্যাম্পেইন

‘স্বপ্ন’ এখন রংপুরের ধাপে

স্পিড রেকর্ড মাস্টার-এর পুরস্কার বিতরণ

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission