ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আরটিভিতে আজ যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ , ০৮:০৩ এএম


loading/img

বুধবার, ১৬ নভেম্বর ২০২২, ৩১ কার্তিক ১৪২৯। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

বিজ্ঞাপন

সকাল ৯টা: টকশো- আজ পত্রিকায়।

সকাল ৯টা: ৪৫মিনিট: সকালের সংবাদ

বিজ্ঞাপন

সকাল ১০.১০মিনিট: বাংলা ছায়াছবি: ‘অন্তরে অন্তরে’। অভিনয়ে: সালমান শাহ্, মৌসুমী প্রমুখ।

বিকাল ৫টা: ‘এক্সট্রা ইনিংস’ প্রচার হবে। প্রযোজক মাইন উদ্দিন মামুন।

বিকাল ৫টা ৩০মিনিট: জাপানী ধারাবাহিক নাটক- হেয়ার কামস আসা।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টা ৫মিনিট: চায়না কালচার নিয়ে অনুষ্ঠান- ‘চায়না ফোকাস’।

সন্ধ্যা ৬টা ৪৫মিনিট: সন্ধ্যার সংবাদ।

সন্ধ্যা ৭ টা ৩০মিনিট: কালজয়ী গানের বৈঠকি আসর- ‘সংগীতানুষ্ঠান এই  রাত তোমার আমার’।

রাত ৮টায়: বাংলা লোক গানের রিয়েলিটি শো- ‘বাংলার গায়েন সিজন-২’।

রাত ৯টা ২০মিনিট: প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেখবেন ধারাবাহিক নাটক- ‘গোলমাল’। পরিচালনায়- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয়ে- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ। 

রাত ১০টা: প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেখবেন ধারাবাহিক নাটক- ‘ঝড়ের পাখি’। রচনা- শফিকুর রহমান শান্তনু। পরিচালনা- মাহমুদ হাসান রানা। অভিনয়ে- এলেন শুভ্র, নীলাঞ্জনা নীলা, রওনক হাসান, শাহেদ আলী সুজন, আফ্রি সেলিনা, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, সুজন হাবিব, মুকিত জাকারিয়া, লারা লোটাস প্রমুখ। 

রাত ১০টা ৪৫মিনিট: রাতের সংবাদ

রাত ১১টা ২০মিনিট: লাইভ- ‘গোলটেবিল’

রাত ১.০০টা: মধ্যরাতের সংবাদ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |