• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

নতুন সিনেমায় অনেক চমক থাকছে: গিয়াস উদ্দিন সেলিম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ জুন ২০২৪, ১৪:১৪
ছবি : সংগৃহীত

‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ঐতিহ্যবাহী মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মাণ করেছেন ‘কাজলরেখা’ সিনেমা। যেটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত রোজার ঈদে। নতুন খবর হলো, এই নির্মাতা তার পরবর্তী সিনেমার কাজে হাত দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, বর্তমানে সিনেমাটির পাণ্ডুলিপি লিখছি। এ বছরে শেষের দিকে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। দেখা যাক কী হয়।

গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, আশা করছি দর্শক সিনেমাটির গল্পের সঙ্গে মিশে যাবে। এছাড়া এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, নতুন সিনেমায় অনেক চমক থাকছে। যা আমার আগের সিনেমাগুলোতেও পেয়েছেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিমের প্রথম সিনেমা ‘মনপুরা’। এরপর তিনি ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’, ‘গুণিন’ ও ‘কাজলরেখা’ চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার দিলেন নতুন খবর।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমেরিকা-কানাডাসহ আরও ২ দেশে মুক্তি পাচ্ছে ‘কাজলরেখা’
‘কাজলরেখা’ সিনেমা নিয়ে সুখবর
ঈদেই আসছে রাজের ‘কাজলরেখা’
ভার্সেটাইল এক অভিনেতা ছিলেন আহমেদ রুবেল