আরটিভিতে আজ (২ ডিসেম্বর) যা দেখবেন

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১২:২২ পিএম


আরটিভিতে আজ (২ ডিসেম্বর) যা দেখবেন
ছবি: সংগৃহীত

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন—

বিজ্ঞাপন

দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘কোটি টাকার ফকির’। অভিনয় করেছেন- সম্রাট, অপু বিশ্বাস প্রমুখ।

বিকেল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’

বিজ্ঞাপন

বিকেল ৫টা ৩০মিনিটে ‘সবুজ পৃথিবী’।

বিকেল ৬টা ৫মিনিটে ইসলামী সরাসরি অনুষ্ঠান- ‘প্রশ্ন করুন’। 

রাত ৭টা ৩০মিনিটে বীমা ও বাংলাদেশ।

বিজ্ঞাপন

রাত৮টায় নির্বাচিত নাটক।

রাত ৯টা ২০মিনিটে প্রতি শক্র, শনি, রোববার ধারাবাহিক নাটক- ‘বোকা পরিবার’। 

রচনা- ফজলুল সেলিম।

পরিচালক- সৈয়দ শাকিল। 

অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম প্রমুখ।

রাত ১০টায়- প্রতি শুক্র, শনি, রোব, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।

রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার। 

অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, অনামিকা, সিলভি ও তন্ময় সোহেল প্রমুখ। 

রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।

 

আরটিভি/এইচএসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission