• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বিয়ের সাজে অপূর্ব-মম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭
ছবি : সংগৃহীত

‘মম-অপূর্ব এর আগে অসংখ্যবার বিয়ের সাজে পর্দায় হাজির হয়েছেন। একসঙ্গে নাটক করতে গিয়ে অপূর্ব’র স্ত্রী হবার জন্য অসংখ্যবার বউ সেজেছেন। গত সোমবার নতুন করে বউ সাজলেন তিনি।’ এই তথ্য জানালেন নাট্যকার রুম্মান রশীদ খান।

তিনি বলেন, ‘মম-অপূর্ব এ সময়ের ছোট পর্দার অন্যতম সফল ও জনপ্রিয় জুটি। তারা এবার একসঙ্গে অভিনয় করছেন ‘তোমার জন্য এক পৃথিবী’ নামের একটি নতুন নাটকে।’

রুম্মান রশীদ খানের লেখা ও মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছেন কাজী সাইফ। এই নাটকে একই সঙ্গে স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন মম।

অভিনেত্রী মম বলেন, ‘অপূর্বর সঙ্গে কাজ করাটা সবসময়ই উপভোগ করি। রোমান্টিক চরিত্রে এ সময়ে অপূর্ব’র বিকল্প অভিনেতা নেই বললেই চলে। তাছাড়া অপূর্বর সঙ্গে আমার জুটিও দর্শকরা পছন্দ করেন।’

অপূর্ব বলেন, ‘জাকিয়া বারী মম এ মুহূর্তে ছোট পর্দার মেধাবী অভিনেত্রীদের একজন। সহশিল্পী হিসেবে মম অসাধারণ। তাছাড়া ‘তোমার জন্য এক পৃথিবী’ নাটকের গল্পটাও খুব সুন্দর। এ গল্পে আমাদের চরিত্রগুলো দর্শকরা অনুভব করতে পারবে বলে আমার বিশ্বাস।’
--------------------------------------------------------
আরও পড়ুন: শাহরুখের সম্পত্তি বাজেয়াপ্ত!
--------------------------------------------------------

নাটকে দেখা যাবে, অপূর্ব একজন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী এবং মম তার ভক্ত। গান নিয়ে অপূর্ব’র সংগ্রামী পথ চলায় মম তার পাশে দাঁড়ায়। তবে একটা সময় মম’র পাশে পাশে থাকা হয় না অপূর্ব’র। প্রকৃতি এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাট্যজন মমতাজউদদীন আহমদের ৯১তম জয়ন্তী উপলক্ষে যত আয়োজন
সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা মমতাজ উদ্দিনের জামিন স্থগিত থাকবে
সমমনাদের সঙ্গে কথা বলে নতুন কর্মসূচি দেবে বিএনপি
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো