• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে লিবিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মে ২০২০, ১৭:১১
Libyan Interior Ministry
সংগৃহীত

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার তদন্ত করবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, মিজদা টাউনের নিরাপত্তা বিভাগের মাধ্যমে সেখানে একজন লিবীয় নাগরিক ও ৩০ জন অবৈধ অভিবাসীর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করা হবে। খবর লিবিয়া অবজারভারের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবপাচারের সঙ্গে যোগসাজশ থাকা এক লিবীয় নাগরিক মিজদা শহরে অবৈধ অভিবাসীদের হাতে নিহত হয়। ওই অবৈধ অভিবাসীদের উপকূলীয় শহরগুলোতে নিয়ে যাওয়ার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মন্ত্রণালয় আরও জানায়, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে নিহত ব্যক্তির স্বজনরা ২৬ বাংলাদেশি ও চারজন আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তিসহ ৩০ জনকে হত্যা করে। এসময় আরও ১১ জন আহত হয়।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অপরাধীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া এবং বিচারের আওতায় আর জন্য সব ধরনের ব্যবস্থা নিতে মিজদার নিরাপত্তা বিভাগকে নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে, ওই গণহারে হত্যার পেছনে উদ্দেশ্য যাই থাকুক না কেন, বিচার নিজের হাতে তুলে নেয়ার অনুমতি আইনে নেই।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh