ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সাবেক এমপি হাজারী-হাবিবুরের দেশত্যাগে মানা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ , ০৫:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

এদিন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগম, বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ ইকবালের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক আবেদন করে দুদক।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। 

শুনানি শেষে আদালত উল্লেখিত ব্যক্তিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। 

আরটিভি/আরএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |