• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

কবি জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী অন্ধকার’

আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৫, ২৩:৫৯
ছবি: সংগৃহীত

কবি ও আবৃত্তি শিল্পী জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী অন্ধকার’ একুশে গ্রন্থমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দ্বিমত পাবলিশার্স, আর এর নান্দনিক প্রচ্ছদ তৈরি করেছেন শিল্পী আইয়ুব আল আমিন।

জাহিদ নয়ন, যিনি দীর্ঘ এক দশক ধরে দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় পত্রিকা, লিটল ম্যাগাজিন ও যৌথ সংকলনে নিয়মিত কবিতা ও প্রবন্ধ লিখে আসছেন, তার প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে বলেন, ‘আততায়ী অন্ধকার’ বইটিতে প্রেম-বিরহ, বিদ্রোহ, বিপ্লব এবং আধ্যাত্মিক চিন্তাধারার মিশ্রণ রয়েছে। কবিতাগুলো পাঠকদের ভিন্ন ভিন্ন চিন্তার জগতে নিয়ে যাবে।

দ্বিমত পাবলিশার্স-এর কর্ণধার একরাম আজাদ জানান, বইটি একুশে বইমেলার পাশাপাশি চট্টগ্রাম বইমেলাতেও পাওয়া যাবে। এছাড়া বাতিঘর, রকমারি এবং কলকাতার বুকস অব বেঙ্গল থেকে সহজেই সংগ্রহ করা যাবে।

‘আততায়ী অন্ধকার’ বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৯ টাকা। এটি শুধু মেলায় নয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সংগ্রহ করতে পারবেন পাঠকরা।

বইপ্রেমী এবং কবিতার পাঠকদের জন্য ‘আততায়ী অন্ধকার’ হতে পারে নতুন এক দিগন্ত উন্মোচনের জানালা। কবিতার ভাষায় প্রেম, বিদ্রোহ, এবং আধ্যাত্মিকতার ছোঁয়া যারা খুঁজছেন, তাদের জন্য এই বই অবশ্যই একটি অনন্য সংযোজন।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান হাবীবের কাব্যগ্রন্থ ‘কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো’
ইথার আখতারুজ্জামানের কাব্যগ্রন্থ ‘মিথের মতো মিথ্যে’
কবি ঋজু রেজওয়ানের কাব্যগ্রন্থ ‘জ্যা~মন নাচমিতি এবং জলপ্রহর’ 
বইমেলায় আসছে জাহারা মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ