ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ফ্ল্যাগশিপ ইভেন্ট বিয়ন্ড দ্য মেট্রিক্স উৎসব অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৭ মার্চ ২০২৩ , ০১:১৫ পিএম


loading/img

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির বিসনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম ফ্ল্যাগশিপ ইভেন্ট বিয়ন্ড দ্য মেট্রিক্স উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ মার্চ) উৎসবটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো একটি প্রতিযোগিতামূলক উপায়ে বাংলাদেশের তরুণদের সৃজনশীল ধারণাগুলো উপস্থাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা। এই সেক্টরের সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের একত্রিত করার জন্য, উৎসবটি ব্যবসায়িক এবং প্রযুক্তিগত কার্যক্রমকে উৎসাহিত করে।

বিয়ন্ড দ্য মেট্রিক্স ইভেন্টটি শীর্ষস্থানীয় কলেজ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ব্যবসা এবং প্রযুক্তি উৎসাহীদের জন্য নামসই ছয়টি ইভেন্টে ভাগ করা হয়েছ। যার মধ্যে ছিল, স্কুল শিক্ষার্থীদের জন্য ছিল প্রজেক্ট ডিসপ্লে এবং ওয়াল ম্যাগাজিন, কুইজ কম্পিটিশন,  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ছিল বিজ ক্যাস, অ্যাড ম্যানিয়া এবং প্রজেক্ট অ্যাড ডিসপ্লে। 

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশি ছাত্র ও ছাত্রীদের মধ্যে অংশগ্রহণের আগ্রহ জাগিয়ে তোলে। ইভেন্টটিতে অংশগ্রহণ করে প্রায় ৪০০ প্রতিযোগী। স্কুল ও কলেজের মধ্যে অংশগ্রহণ করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা কলেজ, ভিকারুন্নেসা, একাডেমিয়া এবং রাজউকের মতো আরও অনেকে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইন্সটিটিউট অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অনেকে। ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |