রুবেলের চোখ লঙ্কা সফরে
গত চার বছরে রুবেল হোসেন খেলেছেন মাত্র চারটি টেস্ট। ২০১৭ তে দুটি, ২০১৮ তে একটি, এরপর ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও জায়গা পাননি টেস্ট দলে।
এরপর দীর্ঘ পাঁচ মাস কেটে গেছে অনুশীলন ছাড়াই। করোনার কারণে গ্রামের বাড়ী বাগেরহাটে ছিলেন জাতীয় দলের এই পেসার। লম্বা বিরতি কাটিয়ে এই সপ্তায় ঢাকা এসেছে, যোগ দিয়েছেন একক অনুশীলনে।
আজ দ্বিতীয় দিনের অনুশীলন শেষে রুবেল হোসেন জানিয়েছেন তার লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজে। আগামী অক্টোবরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে লঙ্কান দ্বীপে। রুবেলের এই সফরে যাওয়া হবে কী না সেটা অবশ্য সময়ই বলে দেবে।
বাগেরহাটে ব্যাটে-বলে অনুশীলন করতে পারেননি। তবে ফিটনেস নিয়ে কাজ করেছেন নিয়মিতই। দীর্ঘদিন পর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দৌড়েছেন বল হাতে। এই ব্যপারটা স্বস্তি দিচ্ছে তাকে।
‘আমাদের দেশে যখন করোনা খারাপভাবে হানা দিচ্ছে, ক্রিকেটারদের তখন কিছুই করার ছিল না। যার যার নিজের জেলায় চলে গিয়েছিলাম, নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি বাগেরহাটে আমার ফিটনেস নিয়ে কাজ করছিলাম। রানিং করেছি। যেহেতু আমার বাসা নদীর পাড়ে, বালিতেই রানিং বেশি করেছি। বোলিং-ব্যাটিংয়ের সুযোগ পাইনি।’
প্রায় ১১ বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ২৭টি টেস্ট। থিতু হতে পারেননি টেস্ট দলে। আসা যাওয়ার ভেতর থাকা রুবেল সবশেষ পাকিস্তান সফরের ১১৩ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। সেসব আপাতত অতীত। রুবেল জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে খেলতে পারলে নিজের সবটা উজাড় করে দেবেন।
‘আমার মনোযোগ মূলত শ্রীলঙ্কা সিরিজে। লক্ষ্য থাকবে মূলত দলে সুযোগ পাওয়া, পাশাপাশি সুযোগ পেলে ভালো খেলার আপ্রাণ চেষ্টা করব। আমি সে অনুযায়ীই অনুশীলন করছি ফিটনেস, বোলিং, স্কিল কিভাবে আরও ভালো করা যায়, সেসব নিয়ে কাজ করছি।’
এমআর/
মন্তব্য করুন