ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

স্বেচ্ছায় আরও একদিন হাসপাতালে রইলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৬ জানুয়ারি ২০২১ , ০২:১১ পিএম


loading/img
সৌরভ গাঙ্গুলি || সাম্প্রতিক ছবি

সুস্থ হয়ে উঠেছেন, তাই বুধবার বাড়ি ফেরার কথা ছিল সৌরভ গাঙ্গুলি। তবে নিজেই চিকিৎসকদের কাছে আরেকটা দিন হাসপাতালে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই বৃহস্পতিবার ফিরবেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সভাপতি। 

বিজ্ঞাপন

জাতীয় দলের সাবেক অধিনায়ককে বাড়িতে পাঠানোর সব ব্যবস্থাই করে রেখেছিল উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও কলকাতার এই হাসপাতালের পক্ষ থেকে জানালো হলো, আরও একদিন থাকছেন ‘দাদা’ খ্যাত এই তারকা।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা রূপালি বসুর জানিয়েছে, হাসপাতাল থেকে বেহালার বাসভবন পর্যন্ত সৌরভকে নিতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত বদলান বিসিসিআই প্রধান।

বিজ্ঞাপন

গেল ২ জানুয়ারি বাসায় জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ৪৮ বছর বয়সী সৌরভ। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এসময় তিন ব্লকও ধরা পড়ে তার ধমনীতে।

খ্যাত নামা হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ছাড়াও সৌরভের চিকিৎসা ও পরামর্শে ছিলেন একাধিক চিকিৎসক। 

দেবী শেটি জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই সৌরভের।। তবে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তার।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |