ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নেতৃত্বে পরিবর্তন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ০৮:১৩ পিএম


loading/img

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের নেতৃত্বে পরিবর্তন এনেছে। তিন ফরম্যাটের দায়িত্বে থাকা কুইন্টন ডি কককে সরিয়ে ওয়ানডের ও টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হয়েছে টেম্বা বাভুমা আর টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে ডিন এলগারকে।

বিজ্ঞাপন

বাভুমা আগামী দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন আর আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত নেতৃত্ব দেবেন এলগার।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক গ্রায়েম স্মিথ বলেছেন, ‘কুইন্টন ডি ককের প্রতি আমরা ক্রিতজ্ঞ। তাকে ধন্যবাদ জানাই প্রোটিয়া ক্রিকেটকে এতদূর এগিয়ে আনার জন্য।’

বিজ্ঞাপন

দুই নতুন অধিনায়ককে নিয়ে স্মিথ বলেন, ‘আমরা প্রত্যাশা করি, দুই নতুন অধিনায়ক টেম্বা বাভুমা ও ডিন এলগার আমাদের ক্রিকেটকে অনেক ভালো সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা তাদের উপর আস্থা রাখি ভালো কিছুর জন্য।’

নেতৃত্ব পেয়ে বাভুমা বলেন, ‘আমি উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের দায়িত্ব পেয়ে। এটা আমার জন্য গর্বের। আমি আশা করব সবাই আমাকে সহযোগিতা করবে যাতে দেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিতে পারি।’

বাভুমার কথা টেনে এলগার বলেন, ‘আমি গর্বিত দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নেতৃত্ব দিতে পারব বলে। বাভুমার মতো আমিও আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে দলকে এগিয়ে নিতে।’

বিজ্ঞাপন

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |