ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কে ধরছেন রিয়াল মাদ্রিদের হাল?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ , ০৮:২৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। কে হতে চলেছে ঐতিহ্যবাহী দলটির পরবর্তী কোচ সমর্থক-বিরোধী সবার মনেই এ নিয়ে বাড়তি আগ্রহ।

বিজ্ঞাপন

২০২০/২১ মৌসুমটা ট্রফিহীন ছিল রিয়ালের। ২০০৯/১০ মৌসুমের পর প্রথমবার কোনও শিরোপা তুলতে ব্যর্থ হলো লস ব্লাঙ্কোসরা।

গেল রোববার অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পরেই কোচ হিসেবে রিয়ালে জিদানের দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি হয়ে যায়। তার আগে সেমিফাইনালে চেলসির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে পড়তে হয়। 

বিজ্ঞাপন

মাদ্রিদের দলটিতে জিদানের স্থলাভিষিক্ত হতে পারেন কারা, দেখে নেবো এক নজরে

অ্যান্তোনিও কন্তে 

ইন্টার মিলানকে শিরোপা জেতানোর পর হুট করেই বিদায় জানিয়েছেন ইতালিয়ান এই কোচ। জিদানের পদত্যাগপত্র দেয়ার দেয়ার পর জুভেন্টাস ও চেলসির সাবেক কোচের নাম সামনে আসছে। 

বিজ্ঞাপন

রাউল

রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। জিদানের মতো সান্তিয়াগো বার্নব্যুকে বেশ ভালো করেই চেনেন। রিয়ালের জুনিয়র দলের দায়িত্বও সামলেছেন স্প্যানিশ এই কিংবদন্তি ফুটবলার। সম্ভাবনা রয়েছে সিনিয়র দলেরও ডাগ-আউটে দেখা যেতে পারে তাকে।

জোয়াকিম লো 

জার্মানির জাতীয় দলের কোচের পদ ছেড়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। আগের রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার সুযোগ ছিল লো’র সামনে। তখন জার্মান জাতীয় দলের পদ ছাড়তে চাননি তিনি।

ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি

টানা পাঁচ বছর জুভেন্টাসের দায়িত্ব পালন করেও ব্যর্থ হন চ্যাম্পিয়নস লিগ জেতাতে। ২০১৯ সালে কোচের পদ থেকে বিদায় নেন। গুঞ্জন ছিল ইউরোপের অন্যতম সেরা এই কোচই হচ্ছেন রিয়ালের কাণ্ডারী। শোনা যাচ্ছে আবারও জুভেন্টাসের দায়িত্ব নেয়ার দ্বার প্রান্তে ইতালিয়ান এই কোচ। 

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |