ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিষিদ্ধ শেখ জামাল-ব্রাদার্সের তিন ফুটবলার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ , ০৭:৫৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের মাঠের হাতাহাতি শেষ পর্যন্ত বল বয় ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটির অধীনে আছে। এখনও জড়িতদের নিয়ে কোনও সিদ্ধান্ত না এলেও আপাতত সাময়িক শাস্তি দেয়া হয়েছে তাদের। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ আগস্ট) ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গেল ২১ আগস্টের ওই ঘটনায় ব্রাদার্সের এক ফুটবলারসহ দুই বল বয় এবং শেখ জামালের দুই ফুটবলার এবং সব বল বয় বাফুফের প্রতিযোগিতা থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা পেলেন।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞায় কবলে আসা ফুটবলাররা হচ্ছেন, ব্রাদার্সের খেলোয়াড় হচ্ছেন ছমির উল্লাহ (৩২ নম্বর জার্সি)। অন্যদিকে শেখ জামালের ফয়সাল আহমেদ (১৭ নম্বর জার্সি) এবং শাকিল আহমেদ (২১ নম্বর জার্সি)।

ম্যাচ চলাকালে মাঠেই হাতাহাতিতে জড়ায় দুই দলের খেলোয়াড়রা। ম্যাচ শেষে ব্রাদার্সের বল বয়কে মারতে দেখা যায় শেখ জামালের ফুটবলারদের। 

দুই দলের কাছেই ব্যাখ্যা চেয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার ডিসিপ্লিনারি কমিটি। তদন্তের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |