কেইন উইলিয়ামসনের জন্য যেন মরার ‘উপর খাড়ার ঘা’। রাজস্থান রয়্যালসের কাছে ৬১ রানে হারের পর গুনতে হয়েছে বড় অঙ্কের জরিমানা। ওই ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই শাস্তি দেওয়া হয় সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ককে।
শাস্তি হিসেবে ভারতীয় মুদ্রায় ১২ লাখ রূপি গুনতে হবে এই কিউই তারকাকে। মঙ্গলবার পুনের এমসিএ স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে ম্যাচে বোলিং শেষ করতে পারেননি নির্ধারিত সময়ে।
উইলিয়ামসনের শাস্তি নিয়ে আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘গত ২৯ মার্চ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নির্দিষ্ট সময়ে বোলিং শেষ করতে না পারায় স্লো ওভার রেটের কারণে সানরাইজার্স হায়দরাবাদকে ১২ লাখ রূপি জরিমানা করা হয়েছে।’
যা চলতি আসরে দ্বিতীয়বার ঘটেছে স্লো ওভার রেট। যদিও চলতি আসরে উইলিয়ামসনের আগে জরিমানা গুনেছেন রোহিত শর্মা। আসরের প্রথম ম্যাচেই একই কারণে ১২ লাখ রূপি জরিমানা গুনতে হয় মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ককে।
চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মাঝেই দুই দলকে দিতে হয়েছে জরিমানা।