ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস লিগ ২০২২

লেভানদোভস্কির প্রথম হ্যাটট্রিকে উড়ন্ত শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ , ১২:২২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

তার প্রশংসা করার কোনো ভাষা আমার নেই।- বার্সেলোনার জার্সিতে রবার্ট লেভানদোভস্কির প্রথম হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে কাতালান ক্লাবটির উড়ন্ত সূচনার পর এভাবেই এই ফুটবলারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ জাভি হার্নান্দেজ।

বিজ্ঞাপন

ইউরোপ সেরার প্রথম ম্যাচে লেভানদোভস্কির হ্যাটট্রিকে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে ৫-১ গোলের জয় পেয়েছে বার্সা। এই পোলিশ স্ট্রাইকার ছাড়া দলটির পক্ষে গোল করেন ফ্র্যাঙ্ক কেসি এবং ফেরান তোরেস। ভিক্তোরিয়ার পক্ষে সান্ত্বনার গোল করেন জ্যান সাইকোরা।

বায়ার্ন মিউনিখে থাকতেই চ্যাম্পিয়নস লিগের মঞ্চে গোল করাটা ডালভাত বানিয়ে ফেলেছিলেন লেভান্দোভস্কি। বার্সায় যোগ দিয়েও একই ধারাবাহিকতা বজায় রেখেছেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। এদিন হ্যাটট্রিকের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনে উঠে এসেছেন লেভানদোভস্কি। এই আসরে এই স্টাইকারের গোল এখন ৮৯। সামনে কেবল লিওনেল মেসি (১২৫) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০)।

বিজ্ঞাপন

ম্যাচের পর এই স্ট্রাইকারকে নিয়ে দলটির কোচ জাভি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সে হ্যাটট্রিক করছে বলে নয়, সে যেভাবে খেলেছে কিংবা দলকে যেভাবে খেলিয়েছে, প্রেসিং করেছে সবকিছু মিলিয়ে তাকে নিয়ে প্রশংসা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না।

আমি তাকে নিয়ে খুশি। সে আমাদের জন্য দুর্দান্ত সাইনিং। আমি জানি না সে বিশ্বের সেরা নম্বর নাইন কি না, তবে সে আমাদের জন্য সেরা নম্বর নাইন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |