ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন স্প্যানিশ মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ , ০১:৪৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে বেশ বড় ধাক্কা খায় ২০১০ বিশ্বকাপের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় ইউরোপের দলটি। আর মধ্যপ্রাচ্যের দেশে প্রথম বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন ছিল স্পেনের অধিনায়ক সের্জিও বুসকেতস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন। শেষ পর্যন্ত তাই সত্যি হলো, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন স্প্যানিশ এ মিডফিল্ডার।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তিনি। 

স্প্যানিশ এ মিডফিল্ডার জানিয়েছেন, জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসেছে। দীর্ঘ এই যাত্রায় যারা সঙ্গে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।

বিজ্ঞাপন

২০১০ সালে স্পেনের বিশ্বকাপে জয়ে বেশ অবদান ছিল বুসকেতসের। চলতি মৌসুমেই বার্সার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই ফুটবলারের। তবে ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়বে কিনা, তা এখনও নিশ্চিত না।

বুসকেতস স্পেনের জাতীয় দলের হয়ে ১৪৩ ম্যাচ খেলেছেন। করেছেন দুটি গোল। এ ছাড়া ফুটবল বিশ্বমঞ্চে ১৭টি ম্যাচে খেলেছেন এই মিডফিল্ডার। জাতীয় দলের পাশাপাশি ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |