ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

করাচি টেস্টে নতুন বিতর্কে জড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ , ০৮:৩৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নেমেছে পাকিস্তান দল। কিন্তু করাচিতে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল স্বাগতিকরা। জ্বরে আক্রান্ত হওয়ায় এদিন সকালে ফিল্ডিং করতে নামতে পারেননি অধিনায়ক বাবর আজম। তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ রিজওয়ান। মাঠে নেমে তার কর্মকাণ্ডেই নতুন বিতর্কে জড়াল পাকিস্তান ক্রিকেট। 

বিজ্ঞাপন

কিউয়িদের বিপক্ষে এই টেস্টের রাখা হয়নি উইকেটকিপার ব্যাটার রিজওয়ানকে। তার বদলে একাদশে নেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে। কিন্তু এর আগে বাবরের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা রিজওয়ান আজ মাঠে নেমেই শুরু করেন অধিনায়কত্ব।

রিজওয়ানকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে বলেছিল পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। সেই অনুযায়ী অনেকটা সময় মাঠে তৎপর দেখা যায় বদলি এই ফিল্ডারকে। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার বদলি হিসেবে নেমে অধিনায়কত্ব করতে পারবেন না।

বিজ্ঞাপন

এই নিয়ম জানার পর ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় দীর্ঘদিন পর দলে ফেরা সরফরাজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনিই রিভিউ নিয়েছেন। তবে রিভিউ নেওয়ার সময়ও সরফরাজের পাশে দাঁড়িয়ে রিজওয়ান ‘বুদ্ধি’ দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, আসলে অধিনায়ক কে?

এদিকে শুধু বাবর নন, এই টেস্টে খেলা পাকিস্তানের আরও দুই ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা হলেন শান মাসুদ এবং আগা সালমান। দুজনেরই বদলি ফিল্ডার নামাতে হয়েছে পাকিস্তানকে। মাঠের পারফরম্যান্সেও করাচি টেস্টে পাকিস্তান বেশ পিছিয়ে রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |