ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বার্সার সঙ্গে সার্জিও রবার্তোর চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ মার্চ ২০২৩ , ০৬:৩৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে আগামী ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মিডফিল্ডার সার্জিও রবার্তো। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্লাবটি। 

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জুনেই ক্লাবটির সঙ্গে সার্জিও রবার্তোর চুক্তির মেয়াদ শেষ হতো। বার্সেলোনার অধিনায়কত্ব করা ৩১ বছর বয়সী রবার্তোর সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করছে বার্সা। 

বিজ্ঞাপন

২০০৬ সালে কাতালান ক্লাবটির ইয়ুথ একাডেমি থেকে মূল দলে জায়গা পান রবার্তো। এরপর ২০১০ সালের নভেম্বরে তার অভিষেক হয়।

কাতালান জায়ান্টদের হয়ে ৩৩৯ ম্যাচে খেলেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। তবে ক্যারিয়ারের শুরুতে এ পজিশনে খেললেও ক্যারিয়ারের বেশির ভাগ সময় রাইট-ব্যাক হিসেবেই খেলেছেন রবার্তো।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |