ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

বিশ্বকাপের আগে আরেক দুসংবাদ পেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ জুন ২০২৩ , ০৫:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আরও চার মাস হাতে থাকা সত্ত্বেও বড় ধাক্কা খেয়েছে গত আসরের রানার্সআপ দল নিউজিল্যান্ড। 

বিজ্ঞাপন

ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কেইন উইলিয়ামসন।আইপিএলে সর্বশেষ মৌসুমে গুজরাট টাইটানসের হয়ে নিজের প্রথম ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টে চোট পান তিনি। যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কিউই অধিনায়ক।  

এবার পায়ের পেছন দিকে একিলিস টেন্ডনে চোটের কারণে প্রায় ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন মিচেল ব্রেসওয়েল। যে কারণে উইলিয়ামসনের মতো এই অলরাউন্ডারও বিশ্বকাপে খেলা মিস করতে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র‌্যাপিডসের হয়ে খেলছিলেন ব্রেসওয়েল। ৯ জুন টুর্নামেন্টে ব্যাটিংয়ের সময় এই চোট পান ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার। এক্স-রে করার পর পায়ের রিপোর্ট হাতে পেয়ে বড় দুঃসংবাদটি পেয়েছে নিউজিল্যান্ড। 

বিশ্বকাপের আগে বেসওয়েলের চোট নিউজিল্যান্ডের জন্য বড় আঘাতই বোলা যায়। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারের চোট নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামসনের সর্বশেষ অবস্থাও জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। 

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘এনজেডহেরাল্ড’কে স্টিড বলেছেন, ‘কেইন লড়াই করছে, মাঠে ফিরতে যা যা করা দরকার করছে। তবে তার না থাকার সম্ভাবনাই বেশি। আর এখন ব্রেস (ব্রেসওয়েল) চোট পাওয়ায় দুটো বড় আঘাত পেলাম আমরা।’

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহষ্পতিবার ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন ব্রেসওয়েল। এরপর তার পুর্নবাসন প্রক্রিয়া শুরু হবে। চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। 

ব্রেসওয়েলকে বিশ্বকাপে না পেয়ে খারাপ লাগছে স্টিডের, ‘কোনো খেলোয়াড় এমন পরিস্থিতির সন্মুখীন হলে তার জন্য খারাপ লাগবেই। তিন সংস্করণেই আমরা তার (ব্রেসওয়েল) দক্ষতা দেখেছি এবং ভারতে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিল।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ব্রেসওয়েল। যার ধারাবাহিকতা ধরে রেখে নিশ্চয়ই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। 

এখন পর্যন্ত ১৯ ওয়ানডেতে ৪২.৫০ গড়ে দুই সেঞ্চুরিতে ৫১০ রান করেছেন তিনি। বাঁহাতে ব্যাটিং করা এই ব্যাটার ডান হাতের অফস্পিনে ১৫ উইকেটও পেয়েছেন। এছাড়া ৮টি টেস্ট এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |