বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুধবার (৪ অক্টোবর)। কিন্তু নিরাপত্তা ইস্যুতে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও ক্যাপ্টেন্স মিট ঠিকই হয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী।
দশ দলের অধিনায়কের এই মিলন মেলায় দলপতিরা শুনিয়েছেন তাদের পরিকল্পনা, আশার বাণী।
তবে এই দশ দলপতিদের ভেতর সকলের নজর নিজের দিকে কেড়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা দলপতি টেম্বা বাভুমা। ক্যাপ্টেন্স ডে চলাকালীন হুট করেই স্টেজে বসে ঘুমিয়ে পড়েন প্রোটিয়া দলপতি।
ঘুমিয়ে পড়লেও উপস্থাপক রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবটা ঠিকঠাক মতোই দিয়েছিলেন এই প্রোটিয়া।
তবে বাভুমার এই ঘুমিয়ে পড়ায় বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের ভেতর। কেউ কেউ তো ভাবুমার ঘুমিয়ে পড়ার সেই ছবি পোস্ট করে ক্যাপশনে বলেন যে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর বাভুমা।
এর আগে এই ক্যাপ্টেন্স মিটে সাকিব আল হাসানকে পাকিস্তানের অধিনায়ক বলে প্রচার করেছিল আইসিসি। একই অনুষ্ঠানে ঘুমিয়ে হাস্যরসের জন্ম দিলেন বাভুমা।
আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারকার আসরের।