ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

দেশবাসীর কাছে দোয়া চেয়ে মুশফিকের পোস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ , ০২:৩৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই মিশনে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে দুর্দান্ত জয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে পরাজয় বরণ করে টাইগাররা। এতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে বেশ ব্যাকফুটে আছে সাকিব বাহিনী। তাই সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে কাল বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। যেখানে প্র্যাকটিসের একটি ছবি দিয়ে ক্যাপশনে বাংলাদেশের পতাকা ও মোনাজাতের ইমোজি দিয়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার। এরপর সেই পোস্টের কমেন্টে তার ভক্ত অনুসারীরা মুশিকে শুভকামনা জানিয়েছেন। 

বিজ্ঞাপন

মোহাম্মদ জালাল উদ্দীন নামে এক ভক্ত কমেন্টে লেখেন, ভাই কালকের ম্যাচে (দক্ষিণ আফ্রিকা) ইনিংস লম্বা করেন, অনেকদিন আপনার লম্বা ইনিংস দেখিনা। সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে এটাই একমাত্র চাওয়া আপনার কাছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |