চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এর আগে, সোমবার (৩০ অক্টোবর) অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
জানা যায়, ব্যাটিং অনুশীলনের সময় ঘাড়ে চোট পান সাকিব। তখনই ফিজিওকে ডেকে নেন তিনি। বেশ কিছুক্ষণ সময় সাকিবের ঘাড়ে ট্রিটমেন্ট করতে দেখা যায় ফিজিওকে। তাতেও অস্বস্তি না কাটায় ঘাড়ে স্প্রে করেন টাইগার এই অধিনায়ক।
প্রায় দশ মিনিটের মতো ট্রিটমেন্টের পর পুনরায় নেটে ব্যাটিং করতে দেখা যায় সাকিবকে। অনুশীলনের বাকি সময়টুকু স্বস্তিতেই ব্যাটিং করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, কোনো বড় ধরনের চোট পাননি সাকিব। পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন তিনি।
এদিকে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। তবে টানা ব্যর্থতার পর সে স্বপ্ন এখন বিলীন হয়ে গেছে। সেরা চারে থাকা তো দূরের কথা, সেরা আটে থাকাই কঠিন হয়ে গেছে। তাইতো সাকিবের ভাবনাজুড়ে এখন কেবলই চ্যাম্পিয়নস ট্রফি।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে সাকিব জানালেন, যেভাবেই হোক ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘আমার বলার কিছু নেই। গোটা দলই কথা বলছে আমাদের কী করা প্রয়োজন। আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা, এজন্য আমাদের জয়ের বিকল্প নেই। আমরা এদিকেই মনোযোগ রাখছি।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) চলতি বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলাটি। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় দুই দলই।