নাইনটি এইট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয় দিবস ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (১৬ ডিসেম্বর) শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপি এ টুর্নামেন্টে অংশ নেয় ১২টি দল।
এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনে ইউনিক পাওয়ার হিটার্সকে হারিয়ে নাইনটিএইট রেইজনার চ্যাম্পিয়ন হয়। প্রতিটি দলের ৬ জন পুরুষ দুইজন নারী ক্রিকেটারের অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা নাজমুল আবেদীন ফারুক, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, কুবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল ও স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম রনি।
টুর্নামেন্টের এই আয়োজনে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের সাথে আয়োজকদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।