ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

২০২৬ পর্যন্ত ইউনাইটেডেই থাকছেন টেন হাগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ , ০৭:৪৪ পিএম


loading/img
ছবি-এএফপি

চুক্তির মেয়াদ বাড়বে নাকি ছাঁটাই হবেন-এমন শঙ্কাতেই ছিলেন কোচ এরিক টেন হাগ। এবার সব জল্পনা-কল্পনা শেষে তার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজ্ঞাপন

২০২২ সালে ম্যানইউতে যোগ দেওয়া এই কোচের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত রেড ডেভিলদের ডাগআউটে থাকবেন টেন হাগ।

এ নিয়ে টেন হাগের ভাষ্য, ‘ক্লাবের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সমঝোতায় পৌঁছাতে পেরে আমি খুবই আনন্দিত। গত দুই বছরের দিকে তাকালে দেখি যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সেখান থেকে উন্নতির অনেক দৃষ্টান্ত আছে, আছে দুটি ট্রফি জেতার গৌরব।’

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘আমাদের অবশ্যই মেনে নিতে হবে যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাশার মানে পৌঁছাতে এখনও অনেক কঠোর পরিশ্রম করা বাকি। যার অর্থ ইংলিশ ও ইউরোপিয়ান ট্রফির জন্য লড়াই করা।’

উল্লেখ্য, ২০১৩ সালের পর ম্যান ইউ'র কাছে এখনও লিগ শিরোপা অধরাই রয়ে গেছে। গত মৌসুমে শেষ আটে থেকে লিগ শেষ করে তারা। তবে এফএ কাপে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |