ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৭৪ রান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৫ এএম


loading/img
ছবি- ইএসপিএন

বক্সিং ডের দিনে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত শুরু করেছিল টপ অর্ডার ব্যাটাররা। অভিষেকে স্যাম কনস্টাসের সঙ্গে ওপেন করতে নামা উসমান খাজা ও তিনে নামা মার্নাস ল্যাবুশেন, টপ অর্ডারের এই তিন ব্যাটারই ফিফটি পেয়েছেন। আর চারে নেমে সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। মেলবোর্নে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। স্মিথ ৬৮ ও কামিন্স ৮ রান নিয়ে দিন শুরু করেছিলেন। স্মিথকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্যাট কামিন্স। ৬৩ বলে ৪৯ রান এসেছে তার ব্যাট থেকে। এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করে ১৬৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন স্মিথ। আজকের সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৩৪তম। আর ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি। যা দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ড।

এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের। ইংলিশ এই ব্যাটার ভারতের বিপক্ষে ৫৩ ইনিংসে ১০টি সেঞ্চুরি পেয়েছেন। এবার রুটকে ছাড়িয়ে গেছেন স্মিথ, সেটাও মাত্র ৪৩ ইনিংসেই।

বিজ্ঞাপন

তাছাড়া ১৫ রান করেছেন মিচেল স্টার্ক ও ১৩ রান করেছেন নাথান লায়ন।

ভারতের হয়ে ৯৯ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। তাছাড়া রবীন্দ্র জাদেজা ৩টি, আকাশ দীপ ২টি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট পেয়েছেন।

এদিকে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে ভারত। চা পান বিরতি পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। ক্রিজে ছিলেন কোহলি ও জসওয়াল। 

বিজ্ঞাপন

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |