ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে ইংল্যান্ড যাচ্ছেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ১২:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলমান ডিপিএল শেষ করেই আগামী মে মাসে ইংল্যান্ড যাবেন সাব্বির রহমান। সেখানে প্রিমিয়ার ডিভিশন লিগের হয়ে মাঠে নামবেন এই টাইগার ব্যাটার।  

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শুক্রবার(১৮ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন সাব্বির। 

এ সময় সাব্বির বলেন, ‘একটা ট্যুর আছে বাইরে, ইংল্যান্ড যাব ২ মে। ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোন ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন যাবে আমার।’

বিজ্ঞাপন

ডিপিএল নিয়ে এই ব্যাটার বলেন, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে (ভালো হতো), পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ (ভালোভাবে) শেষ হয়েছে গ্রুপপর্ব। আমাদের একটা ম্যাচ বাকি, এ ছাড়া সুপার লিগ চলতেছে। সব কিছু ভালোমতো শেষ হলেই ভালো লাগবে।’ 

আরও পড়ুন

উল্লেখ্য, চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাব্বির রহমান পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। গ্রুপপর্বে পারটেক্স ১১ ম্যাচ খেলে মাত্র ৩ জয় নিয়ে  টেবিলের দশ নম্বরে রয়েছে। ফলে সাব্বিরের দলকে রেলিগেশন পর্ব খেলতে হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |