ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে মুখ খুললেন শচীন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ মে ২০২৫ , ০২:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রূপ ধারণ করতে চলেছে ইতোমধ্যে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত।

বিজ্ঞাপন

জবাবে পাল্টা হামলা চালানো শুরু করেছে পাকিস্তানও। গত ২২ এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর মুখ খুলেলেন শচীন টেন্ডুলকার। 

পৃথিবীতে সন্ত্রাসবাদের কোন স্থান নেই বলে মন্তব্য করেছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। বুধবার (৭ মে) এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

চলমান ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে স্ট্যাটাসে শচীন বলেন, 'ঐক্যে নির্ভীক। শক্তিতে অসীম। ভারতের ঢাল হলো তার জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোন স্থান নেই। আমরা এক দল।' 

আরও পড়ুন

তার এই পোস্টের প্রতিক্রিয়াও জানিয়েছেন অনুসারীরা। কমেন্টে বেশ কিছু তির্যক মন্তব্য দেখা গেলেও, অনেকেই তাকে যুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানান। 

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |