• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

জিম্বাবুয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ পদে মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ অক্টোবর ২০১৯, ২১:৪৫
Hamilton Masakadza
ছবি- সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারে ৩৮ টেস্টে ২ হাজার ২২৩ তার রান করেছেন। ২০৯ ওয়ানডেতে করেছেন ৫ হাজার ৬৫৮ রান। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ১ হাজার ৬৬২ রানের সঙ্গে আছে সর্বাধিক ১১টি অর্ধশতক। তিন ফরম্যাট মিলে ৫৭টি উইকেটও নিয়েছেন। কয়েকদিন আগেই বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন। এবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিলেন হ্যামিল্টন মাসাকাদজা।

বুধবার বোর্ডের চেয়ারম্যান তেবোঙ্গওয়া মুকুহলানি বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকবাজ জানাচ্ছে, ৩৬ বছর বয়সী মাসাকাদজার জন্য নতুন একটি পদ তৈরি করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। ডিরেক্টর অব ক্রিকেট নামক এই পদে ১ নভেম্বর থেকে দায়িত্বগ্রহণ করতে চলেছেন দেশটির সাবেক এই অধিনায়ক। এছাড়াও কোচ ও অধিনায়কদের কার্যকর নেতৃত্ব দেয়ার জন্যও কাজ করবেন তিনি বলে জানানো হয়ে বোর্ডের পক্ষ থেকে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: আইসিসির পূর্ণ সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে
---------------------------------------------------------------

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যা ক্রিকেটের সব ক্ষেত্রে আমাদের শক্তিশালী হবার ইচ্ছাকে আরও ত্বরান্বিত করবে।

২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। ওই টেস্টে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাঁচিয়েছিলেন ম্যাচ। ওই ইনিংস দিয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবেও নাম লেখান মাসাকাদজা। যদিও পরে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল সেই রেকর্ড নিজের করে নেন।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল আফগানিস্তান
জিম্বাবুয়ের কাছে হারল পাকিস্তান
জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের
চমক রেখে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা পাকিস্তানের