ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাকারীদের বিচার হবে: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২৭ জানুয়ারি ২০১৮ , ০১:৪৫ পিএম


loading/img

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা মানুষ হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, যারা বঙ্গবন্ধুকে খুন করেছে-তাদের সবার বিচার হয়েছে। তেমনি যারা ২০১৩-১৪ সালে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সবার বিচার হবে। বললেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিজ্ঞাপন

শনিবার সকালে মাদারীপুরে সরকারি ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
--------------------------------------------------------
আরওপড়ুন: বান্দরবানে অপহৃত ৪ তামাক চাষি উদ্ধার
--------------------------------------------------------

শাজাহান খান বলেন, বর্তমান সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাই প্রত্যেক বাবা-মাকে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সরকারি ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান প্রমুখ।

আরওপড়ুন: 

জেবি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |