ময়মনসিংহে ট্রাকচাপায় ২ অটোরিকশাযাত্রী নিহত
ময়মনসিংহ শহরতলীর চায়না মোড়ে আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
নিহত একজনের নাম খোকন মিয়া। অপরজনের পরিচয় জানা যায়নি।
এসময় গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শম্ভুগঞ্জ থেকে শহরের উদ্দেশ্যে আসা একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যায় এবং আহত হয় আরও ৬জন।
পরে আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে খোকন মিয়া নামে একজন মারা যায়। খোকন মিয়ার বাড়ি শহরের জুবলি ঘাট এলাকায়। এ ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে যায়। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
পি
মন্তব্য করুন