রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী দলদুটি মাঠে নামার আগে চলে আসে সমীকরণ। স্প্যানিশ দল দুটির মধ্যকার ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো শুরু হবার আগে শুরু হয়েছে নতুন সমালোচনা।
আগামী ৬ মে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ দুই জায়ান্ট। ২০১৭-১৮ মৌসুমে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। অদম্য দলটি
রিয়ালের বিপক্ষে নামার আগে বর্তমান ধারাবাহিকতা বজায় রাখলে লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ও ঐতিহাসিক লিগের প্রথা অনুযায়ী মৌসুম শেষ হবার আগে যদি কোন দলের শিরোপা নিশ্চিত করে ফেলে সেক্ষেত্রে বিজয়ী দলটিকে গার্ড অব অনার দেয় বাকি ম্যাচের প্রতিপক্ষ দলগুলো।
৩০ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্নেস্টো ভালভার্দের দল। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে কাতালান ক্লাবটি থেকে ১৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোসরা।
তবে মাদ্রিদের দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের এই সম্মান জানানো হবেনা।
সেক্ষেত্রে গেলো বছর ডিসেম্বরের ফিফা ক্লাব বিশ্বকাপের কথা মনে করিয়ে দিলেন বর্তমান চ্যাম্পিয়নদের কোচ জিনেদিন জিদান।
সাংবাদিকদের প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন, ‘আমি জানি না আপনারা আর কতবার আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আমার জবাব খুবই স্পষ্ট। এটা আমার নিজের সিদ্ধান্ত। বার্সেলোনা এই ঐতিহ্য ভেঙেছে’।
গত বছর ২৩ ডিসেম্বরের এল ক্লাসিতোতে মুখোমুখি হবার পর বার্সার পক্ষ থেকে গার্ড অব দেয়া হয়নি।
এমআর/ওয়াই