ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল ৫ দিন বন্ধ

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৬:৪৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬টা থেকে ১৮ মে (রবিবার) পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সওজ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ রুট আগামী ১৩ মে ভোর ৬টা থেকে ১৮ মে রবিবার পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে।

বিজ্ঞাপন

এ সময় বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাশ সড়ক (কালিন্দী রানী সড়ক) ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদীর ওপরের এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা ও মাঝারি যানবাহন পারাপার হয়।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |