সিলেটে বাড়ির আঙিনা অপরিষ্কার রাখলেই জরিমানা
সিলেট নগরীর বাসিন্দারা নিজেদের বাড়ির আঙিনা পরিচ্ছন্ন না করলে তাদের জরিমানা করবে সিটি করপোরেশন (সিসিক)।
গতকাল বুধবার নগর ভবনে ডেঙ্গু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরি করার জন্য নগরীতে সেমিনার, মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সিসিকের স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রয়োজনে প্রকৌশল বিভাগেরও সবার ছুটি বাতিল করা হবে।
আরিফুল হক আরও বলেন, সিসিকের কর্মীরা বাসার বাইরের ডেঙ্গু ও ক্ষতিকর মশার প্রজননক্ষেত্র বিস্তারে রোধে অভিযান চালাচ্ছে। এ অভিযান আরও বাড়ানো হবে। তবে বাসা-বাড়ি ও আঙিনা নগরবাসীকেই পরিচ্ছন্ন রাখতে হবে। কারও বাসার আঙিনা অপরিচ্ছন্ন থাকলে তাকে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি
মন্তব্য করুন