• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

লাখাইয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ অক্টোবর ২০১৯, ০৮:৪৯
হত্যা স্ত্রী স্বামী
ফাইল ছবি

হবিগঞ্জের লাখাই উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। সোমবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মাহফুজা বেগম (২৫)। তিনি ওই ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের শীর ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী মকসুদ আলীকে (৩৫) আটক করেছে।

বুল্লা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড মেম্বার মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা বলা যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেছিল।

তিনি আরও জানান, প্রায় ১০ বছর আগে গোয়াকাড়া গ্রামের মাহফুজা বেগমকে বিয়ে করেন ভরপূর্ণি গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে মকসুদ আলী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে নানা কারণে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় মকসুদ আলী মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রী মাহফুজাকে হত্যা করেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক মকসুদ আলীকে আটক করে মরদেহ থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক তারকাকে হত্যার হুমকি, আতঙ্কিত বলিউড
জয়কে হত্যাচেষ্টার মামলায় খালাস চেয়ে মাহমুদুর রহমানের আপিলের রায় ১০ ফেব্রুয়ারি
১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন ১৭৮ বিডিআর সদস্য
শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা