• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা হয়নি: গিয়াসউদ্দিন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আবার ২০২৪ সালে রক্ত দিয়েছি, রাজপথ রঞ্জিত করেছি আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি।  শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সন্ত্রাসী, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারিত্ব ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় তিনি এ সব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে মিছিল, ফেস্টুন, ব্যানার নিয়ে এসে বিএনপির নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় জনসভায় নেতাকর্মীদের ঢল নামে।   মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যেই মানুষটির ছেলে ও মেয়ের বয়স ৩৫ থেকে ৩৮ বছর তারা গত তিনটি নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, ভোটারবিহীন ভোট করেছে, আমি-তুমি ড্যামির নির্বাচন করেছে। কোনো একজন ভোটার এমনকি যুবক-যুবতীকে ভোট দেওয়ার কোনো সুযোগ দেয়নি। তাই এদেশের মানুষ নতুন আশায় বুক বেধে এখন স্বপ্ন দেখছেন কত দ্রুত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে দেশ পরিচালনা করার সুযোগ দিবেন। কাজেই মনে রাখবেন যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, আপনারা নির্বাচিত সরকার নন, আপনারা জনগণের ম্যান্ডেডে আজকের সরকার। কিন্তু ভাববেন না দীর্ঘদিন থেকে আপনাদেরকে কাজ করার সুযোগ এ দেশের মানুষ দিয়ে বসবে। তিনি বলেন, আপনাদেরকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। যাতে মানুষ আস্থাশীল হয় এ সরকারের প্রতি। এ সরকারের ক্ষমতার লোভ নেই, এ সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এ আস্থা ও বিশ্বাস যাতে জগণের মধ্যে আসে দ্রুত সেই ব্যবস্থা করবেন সেই দাবিই জানাই।  সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি এস এম আসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মো. রওশন আলী, সহসভাপতি ডি এইচ বাবুল ও সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  আরটিভি/এএএ-টি  
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার, সেক্রেটারি মানোয়ার
রূপগঞ্জে বাবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জন
যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করল ছাত্রলীগ নেতা
শিল্পপতির বাড়িতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে ডাকাতি
শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিষয়টিকে সামনে এনে এ অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন। বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।  তিনি বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় এই হত্যাযজ্ঞের বিচার তো হয়নি। উল্টো প্রত্যেককে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক করে নির্যাতন করা হয়। এখন অন্তর্বর্তী সরকারের আমলে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। জানা যায়, ২০১৩ সালের ৫ মে শাহবাগের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে মতিঝিলে সমাবেশের ডাক দেয় কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। সেই সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও হেফাজতের অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আর এতে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরাতে নির্মমভাবে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।  উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কমপক্ষে ৫০টির বেশি মামলা রয়েছে। আরটিভি/এমকে-টি
ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।  সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীনিবাসদী, কল্যান্দী, সালমদী ও এর আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন (৩৮), শামিম মিয়া (৪৫), শাহেনশাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূঁইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেনসহ (৩০) ১৬ জন আহত হন। তাদের মধ্যে সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ছিল। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। এ উপলক্ষে সকাল থেকে শ্রীনিবাসদী মাঠ এলাকায় সাজসাজ রব। বিকেল ৪টায় খেলা শুরু হলে মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যা। নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে শ্রীনিবাসদী একাদশ সালমদীর জালে এক গোল করে। এরপর সালমদীর সমর্থকদের কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।  একপর্যায়ে দুপক্ষ মাঠের ভেতর প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এ খবর পৌঁছালে তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। আরটিভি/এমকে
নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় একটি কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দশ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল-আমিন (২৪)। শ্রমিকরা জানান, সকালে কারখানার ইউনিট ওয়ানে অ্যারোসল ও এয়ার ফ্রেশনার তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১১ শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানার অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। কারখানার সিকিউরিটি ইনচার্জ মোর্শেদ আলম বলেন, এয়ার ফ্রেশনারের বোতলে গ্যাস ভরার সময় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দগ্ধদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কার কত শতাংশ পুড়ে গেছে তা কিছুক্ষণ পর জানানো যাবে। আরটিভি/এএএ/এআর  
‘শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে খেলাধুলার মান উন্নয়ন করতে হবে’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাঙ্গীর আলম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৪ নভেম্বর) বিকেলে আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মিজানুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আবদুল বাতেন, ইস্টার্ন ব্যাংকের সিনিয়র অফিসার আলমগীর হোসেন, আরটিভির সোনারগাঁও প্রতিনিধি মোশারফ হোসেন খসরুসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এ সময় প্রধান বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে খেলাধুলার মান উন্নয়ন করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে এ বিষয়ে অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।  আরটিভি/এমকে
সোনারগাঁয়ে ৮ কেজি গাঁজাসহ ২ নারী আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।  শনিবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলাবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও মৃত আলী নেওয়াজের স্ত্রী দুলু বেগম (৬০) এবং অপর নারী মাদক ব্যবসায়ী একই জেলার দেবীদ্বার থানার রাজা মিয়া মাহারবাড়ী এলাকার মৃত মনির হোসেনের মেয়ে ও রিপন হোসেন এর স্ত্রী রাবেয়া আক্তার সুইটি (২০)। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে গাড়ী এবং যানবাহন তল্লাশিকালে ওই নারীদের হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগসহ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে যাত্রী ছাউনির সামনে থেকে বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  আটককৃত নারীদের নামে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।  আরটিভি/এএএ-টি 
নারায়ণগঞ্জে আপত্তির মুখে বন্ধ হলো ‘সাধুসঙ্গ ও লালন মেলা’
নারায়ণগঞ্জে হেফাজত নেতাদের আপত্তি ও নিরাপত্তাহীনতার জেরে দুই দিনব্যাপী ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ বন্ধ হয়ে গেছে। সদর উপজেলার মধ্য নরসিংহপুর এলাকায় ‘মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি’ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছিল। এ নিয়ে লালনভক্ত ও নারায়ণগঞ্জের সংস্কৃতিকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার মেলা ও সাধুসঙ্গ উপলক্ষে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে সাধু-গুরু ও লালন-ভক্তরা নারায়ণগঞ্জে এসেছিলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মেলা পরিচালনার অনুমতি দেয়নি প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর মধ্য নরসিংহপুর এলাকায় মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমি প্রাঙ্গণে এ লালন মেলার আয়োজন করা হয়। এবারও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি নিয়েছিল আশ্রম কর্তৃপক্ষ। সেই উপলক্ষে প্যান্ডেল তৈরিসহ নানান প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ১৫ নভেম্বর মেলা বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র ব্যানারে মধ্য নরসিংহপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচি করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এদিন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল এই মেলাকে ইমানবিধ্বংসী আখ্যা দিয়ে প্রতিহত করার ঘোষণা করেন। ওই নেতার হুমকির প্রেক্ষিতে ২০ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন মুক্তিধাম আশ্রমের লোকজন ও নারায়ণগঞ্জের সংস্কৃতিকর্মীরা ।  এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক গণমাধ্যমকে বলেন, লালন মেলা আয়োজন নিয়ে স্থানীয় মসজিদের ইমাম, মুসল্লি ও বিভিন্ন ইসলামী দলের তীব্র আপত্তি আছে। এ জন্য তাদের আবেদনের  প্রেক্ষিতে প্রতিবেদন চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে বলে পুলিশ প্রতিবেদন দেয়। এ জন্য মেলার অনুমতি দেওয়া হয়নি। মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহ্ জালাল বলেন, আমরা তো এখানে মারামারি করার জন্য আসিনি। আমরা তো শান্তি চাই। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, সেখানে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। লালনভক্তদের যাতে কেউ ক্ষতি না করতে পারে, সে জন্য তাদের নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিকে, লালন মেলা বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি।  আরটিভি/এএএ-টি