নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আবার ২০২৪ সালে রক্ত দিয়েছি, রাজপথ রঞ্জিত করেছি আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সন্ত্রাসী, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারিত্ব ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় তিনি এ সব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে মিছিল, ফেস্টুন, ব্যানার নিয়ে এসে বিএনপির নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় জনসভায় নেতাকর্মীদের ঢল নামে।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যেই মানুষটির ছেলে ও মেয়ের বয়স ৩৫ থেকে ৩৮ বছর তারা গত তিনটি নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, ভোটারবিহীন ভোট করেছে, আমি-তুমি ড্যামির নির্বাচন করেছে। কোনো একজন ভোটার এমনকি যুবক-যুবতীকে ভোট দেওয়ার কোনো সুযোগ দেয়নি। তাই এদেশের মানুষ নতুন আশায় বুক বেধে এখন স্বপ্ন দেখছেন কত দ্রুত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে দেশ পরিচালনা করার সুযোগ দিবেন। কাজেই মনে রাখবেন যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, আপনারা নির্বাচিত সরকার নন, আপনারা জনগণের ম্যান্ডেডে আজকের সরকার। কিন্তু ভাববেন না দীর্ঘদিন থেকে আপনাদেরকে কাজ করার সুযোগ এ দেশের মানুষ দিয়ে বসবে।
তিনি বলেন, আপনাদেরকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। যাতে মানুষ আস্থাশীল হয় এ সরকারের প্রতি। এ সরকারের ক্ষমতার লোভ নেই, এ সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিবে এ আস্থা ও বিশ্বাস যাতে জগণের মধ্যে আসে দ্রুত সেই ব্যবস্থা করবেন সেই দাবিই জানাই।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি এস এম আসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মো. রওশন আলী, সহসভাপতি ডি এইচ বাবুল ও সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরটিভি/এএএ-টি