• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত 
নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় পৃথক ঘটনায় পাচঁজন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা পুলিশের এসআই জহিরুল ইসলাম।  প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে রাম দাস ও ইবাদুল্লাহ চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আবু তাহের, রাধামন ও সর্বস্বর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এ সময় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে ভুলতার ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম বলেন, ‘পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। প্রাইভেট চালক ও ইট বহণকারী ট্রলি চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকার ও ইট বহকারী ট্রলিটি জব্দ করা হয়েছে। দুটি ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ আরটিভি/এমকে 
সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
দেড় ঘণ্টার চেষ্টায় ফতুল্লার কারখানার আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, গত ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তবে চলতি বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল। আরটিভি/এএএ 
আড়াইহাজারে নসিমনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন। নিহতরা হলেন—সোনারগাঁয়ের আমগতির শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও একই এলাকার আনিসের ছেলে উজ্জ্বল (৪০)। এ ঘটনায় মিঠু নামে আরও একজন আহত হয়েছেন। আহত মিঠু বলেন, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে আনার পর উজ্জ্বল মারা যায়। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, একটি সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। এখন পর্যন্ত নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাইনি। ঘাতক নসিমনটি আটকের চেষ্টা চলছে। আরটিভি/এমকে-টি
রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন তোফাজ্জল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ। সোমবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখর মিয়া।  তিনি বলেন, তোফাজ্জল হোসেন কুমিল্লা সদর থানার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি পরিবার নিয়ে বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তোফাজ্জল হোসেন বিভিন্নজনের কাছ থেকে অনেক টাকা ঋণ নেন।  তিনি আরও বলেন, শনিবার বিকালে এ ঋণের টাকা নিয়ে তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়েদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় তোফাজ্জল হোসেন ঘরে দরজা আটকিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।  আরটিভি/এমকে 
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাসে থাকা অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে এবং ১০ জন যাত্রী আহত হয়েছে।  সোমবার (২৩ ডিসেম্বর) রাতে মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাসে থাকা আহত যাত্রী কামরুন্নাহার জানান, ঢাকার সিদ্দিকবাজার থেকে গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন। পরে মহাসড়কের মল্লিকপাড়া আসার পর একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মহাসড়কের মল্লিকপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি বাস জৈনপুর এক্সপ্রেস একটি অ্যাম্বুলেন্সেকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ডিভাইডারের ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে বাসে থাকা অজ্ঞাত এক যুবক ঘটনাস্থলেই নিহত হন এবং নারীসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আরটিভি/এমকে
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।  রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।  ঘাতক ছেলের নাম মো. রিফাত (১৮)। ঘটনায় পর থেকে তিনি পলাতক। স্থানীয় জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা। একপর্যায়ে ছেলেকে চর থাপ্পড় দেন তিনি। পরে রিফাত উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত বিশ হাজার টাকা চায়। মা দিতে অস্বীকার করায় মার সঙ্গেও তার বাকবিতণ্ডা হয়। পরে কাজ শেষে তার বাবা বাসায় ফিরলে টাকার জন্য বাবাকে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় কথা কাটাকাটির জেরে ছুরি দিয়ে বুকে আঘাত করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’ আরটিভি/এমকে
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুরুমদী এ এল এম এইচ উচ্চ বিদ্যালয়ে এসো মিলি ‘প্রাণের স্পন্দনে’ এই শিরোনামে ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়।  বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র‌্যালি, শোভাযাত্রা, স্মৃতিচারণ, সুধী সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ওয়ালিউর রহমান খান আপেল। উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে সোনারগাঁ বুরুমদী এলাকায় প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ও পরশী। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। আরটিভি/এমকে