লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামে এক আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী রহমানপুর হাজীগঞ্জ কলতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম ওই উপজেলার পানবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় মিল (ধান ভাঙ্গার মেশিন) ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালাম নিজ বাড়ি থেকে উফামারা কামারেরহাট কর্মস্থলে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ