• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
হাসিনার অপকর্ম আরব্য উপন্যাসকেও হার মানাবে: রিজভী 
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামে এক আরোহী নিহত হয়েছেন।   রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী রহমানপুর হাজীগঞ্জ কলতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম ওই উপজেলার পানবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় মিল (ধান ভাঙ্গার মেশিন) ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কালাম নিজ বাড়ি থেকে উফামারা কামারেরহাট কর্মস্থলে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।   পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এএএ  
লালমনিরহাটে চুরির অভিযোগে মারধর, ইজিবাইকচালক নিহত
আপনারা নির্বাচনী রোডম্যাপ তৈরি করুন, অন্তর্বর্তী সরকারকে বুলু
লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
সরকার বিতর্কিত হয় এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না: মির্জা ফখরুল
রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে নিহত ৪
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম। ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল ওহাব (৪২)। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চারজন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম বলেন, সন্ধ্যার সময় আলাউদ্দিননগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা রেললাইনে বসে গল্প করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আরটিভি/এমকে
সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের নেতা ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ফিরোজ পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ফিরোজ হোসেন জিহাদ বাবু। এ সময় কালভৈরব বাজারের তেঁতুলতলা ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এরশাদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এফআই/এসএ
লালমনিরহাটে গৃহবধূ হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমান আলী ও রবিউল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।  জানা যায়, ২০২০ সালের ১৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন দিপালী দেব সিংহ। নিখোঁজের তিনদিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন দিপালীর দেবর নির্মল দেব সিংহ। তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর চারজনকে খালাস দিয়েছেন আদালত।’ আরটিভি/এমকে
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই গ্রেপ্তার
লালমনিরহাটের কালীগঞ্জ বাজার এলাকা থেকে ‘কালীগঞ্জ-আদিতমারী’ আসনের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই সাইফুজ্জামান ভুট্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এর আগে, রোববার (২৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভুট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ওই মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহারনামীয় আসামি। লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  আরটিভি/এফআই/এসএ
ছাত্রদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলা সেই অধ্যক্ষের অপসারণ দাবিতে কলেজে তালা
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকারের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে কলেজে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ‘প্রতিবন্ধী প্রজন্ম’ উল্লেখ করে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। রোববার (২৭ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ শেষে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে, শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় একই অভিযোগ তুলে অধ্যক্ষের বিরুদ্ধে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন।   অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে অপসারণ, মাসিক বেতন ও বোর্ড ফি ছাড়া অন্য কোনো টাকা শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করা যাবে না, আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না, দ্রুত কলেজে ছাত্রসংসদ গঠনসহ আটটি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত সমাবেশে এমন ঘোষণা দিয়ে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।   জানা গেছে, লালমনিরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার গত ২০২১ সালের ১৪ ডিসেম্বর যোগদান করেন। যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগত সম্পদ মনে করে শিক্ষক কর্মচারীদের ওপর অন্যায়, অনৈতিক আচরণ করে নানানভাবে হয়রানি করছেন। তার শক্তির প্রধান উৎসে ছিলেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ। অধ্যক্ষ আব্দুর রউফ সরকার তার নিজের অফিসকে আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করেছিলেন।   তার এহেন অত্যাচার অনিয়মের প্রতিবাদ করলে হয়রানি বেড়ে যেত। অধ্যক্ষের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে গত ২০২৩ সালের ১৫ মার্চ সাময়িক বরখাস্ত করেন এবং একই সালের ৮ এপ্রিল রংপুর সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন। এতেও থেমে থাকেননি অধ্যক্ষ আব্দুর রউফ সরকার। তাকে চূড়ান্তভাবে বরখাস্তের প্রক্রিয়া শুরু করেন। পরবর্তীকালে শিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না গত ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত রিট পিটিশন করলে হাইকোর্ট রুল জারি করেন এবং চলতি বছরের ২১ মার্চ স্থগিত আদেশ দেন আদালত। একই সঙ্গে গত ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকেও তদন্ত করে অনিয়ম দুর্নীতির সত্যতা পেয়ে অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি বছরের ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেন। আওয়ামী ক্ষমতার জোরে সব কিছুই হজম করে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার বহাল তবিয়তে রয়েছেন বলে ২০ অক্টোবর জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন নির্যাতিতা শিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। এদিকে গত জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ‘প্রতিবন্ধী প্রজন্ম’ উল্লেখ করে গত ১৮ জুলাই নিজের ফেসবুকে পোস্ট করে আওয়ামী প্রেমকে প্রমাণিত করেন অধ্যক্ষ আব্দুর রউফ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয় হলেও আওয়ামী দোসর অধ্যক্ষ আব্দুর রউফ স্বপদে বহাল রয়েছেন। অধ্যক্ষের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তার গ্রেপ্তার দাবিতে ২০ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ে অনশন করেন প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না। অবশেষে জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্রদের কটাক্ষ করায় অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবাশ্বের হোসেন।  বৈষম্যবিরোধী ছাত্রদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলায় সংক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ আব্দুর রউফ সরকারের অপসারণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করে কলেজে তালা ঝুলিয়ে দেন। এ সময় বক্তব্য দেন- উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী বখতিয়ার খলজি, রফিকুল ইসলাম, রাতুল হাসান, জেমস হাসান, শাহারিয়ার ও সিয়াম।   উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার বলেন, ফেসবুকের পোস্ট বিষয়টি অনেক আগে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে বসে আপস হয়েছে। ওই আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে কলেজে মিলাদ করা হয়েছিল। আবারও কেন তারা ফুঁসে উঠেছে তা জানা নেই। তবে একটি গোষ্ঠী অনৈতিক স্বার্থ হাসিল করতে শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার পাঁয়তারা করছে।   আরটিভি/এফআই
স্কাউটের সনদে শেখ হাসিনার স্বাক্ষর, শিক্ষকের প্রতিবাদ 
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কাব (শিশু স্কাউট) হলিডে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক শিক্ষক সনদে শেখ হাসিনার স্বাক্ষরের বিষয়টি সামনে এনে প্রতিবাদ জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। তবে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলছেন আয়োজক কমিটি। শনিবার জেলার আদিতমারী সরকারি গিরিজা সংকর উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী নানান আয়োজনে কাব হলিডে উদযাপন করা হয়। রোববার (২৭ অক্টোবর) বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন আদিতমারী উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।  এ সময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন, উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী, ওসি আলী আকবরসহ জেলা ও উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস দল অংশ নেয়। এ সময় জেলা স্কাউটসের পক্ষ থেকে তাদের বিভিন্ন খেলাধুলা, শিক্ষা প্রশিক্ষণ, মানবিক শিক্ষা দেয়া হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। জানা যায়, সনদগুলো ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালের। পদাধিকারবলে এই সনদগুলোতে তখনকার প্রধানমন্ত্রী সই করেন। কিন্তু এতদিন পর বিতরণ করতে গিয়ে এমন ভুলে শুরু হয়েছে নানান সমালোচনা।  অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে ওবায়দুর রহমান নামে স্থানীয় এক শিক্ষক সনদ থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই নিয়ে প্রশ্ন তোলেন। এর বিরোধিতা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘আদিতমারী উপজেলা স্কাউটস শনিবার যাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেট ফ্যাসিবাদ আমলের। সইটি দেখবেন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’ এ বিষয়ে উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী বলেন, এটি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ভুল। কিছু সনদ দেওয়া হয়েছে যেগুলো আমাদের স্বাক্ষরিত। কিন্তু এর মাঝে ঢাকা থেকে আসা এসব সনদ ঢুকে পড়েছে। এগুলো পরিবর্তন করা হচ্ছে। জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, এটি আয়োজক কমিটির অনিচ্ছাকৃত ভুল। আমি সনদ বিতরণের সময় সেভাবে খেয়াল করিনাই। পরে বিষয়টি বুঝতে পেরে আমি আর সেই সনদ বিতরণ করিনাই। পুরাতন এসব সনদ আমরা ঢাকায় প্রেরণ করে নতুন স্বাক্ষরযুক্ত সনদ আবারও বিতরণ করা হবে। আরটিভি/এমকে