• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

অলিম্পিক ফুটবল

কঠিন প্রতিপক্ষ পেল মরক্কো, একনজরে সেমিফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১২:৫৩
প্যারিস অলিম্পিক
ছবি-এএফপি

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়েছিল ফুটবল ইভেন্ট। নানা নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্ব এবং শেষ আটের লড়াই। এবার সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স, স্পেন, মরক্কো এবং মিশর।

ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে মরক্কো। দুর্দান্ত ছন্দে থাকা স্পেনের বিপক্ষে মাঠে নামবে তারা। অন্যদিকে সহজ প্রতিপক্ষ ফ্রান্সের। ফাইনালে উঠতে হলে তাদের হারাতে হবে মিশর।

শুক্রবার (২ জুলাই) রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। যেখানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে মরক্কো।

গ্রুপ পর্বে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের শেষ আটে পা রাখে মরক্কো। কোয়ার্টারের লড়াইয়েও নিজেদের যোগ্যতা আরেকবার প্রমাণ করল আফ্রিকার অ্যাটলাস লায়নরা। যুক্তরাষ্ট্রকে একটি-দুটি নয়; এক হালি গোলের লজ্জায় ভাসিয়ে প্রথমবারের মতো অলিম্পিকের সেমিফাইনালে পা রাখলো দলটি।

একই সময়ে আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইবেকারে।

প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে এশিয়ার পতাকা উঁচিয়ে রেখেছিল জাপান। কোয়ার্টার ফাইনালে একমাত্র দেশ ছিল ব্লু সামুরাইরা। তবে তাদেরকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ইউরোজয়ীরা।

অন্যদিকে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। এই ম্যাচে আর্জেন্টিনাকে বিদায় করে কাতার বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধ নিয়েছে স্বাগতিকরা। ১-০ গোলে বিশ্বচ্যাম্পিয়নরা।

একনজরে অলিম্পিক ফুটবলের সেমিফাইনালের সূচি:

ম্যাচ নং তারিখ সময় প্রতিপক্ষ
৫ আগস্ট রাত ১০টা স্পেন-মরক্কো
৫ আগস্ট রাত ১টা ফ্রান্স-মিশর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট, স্থায়ীভাবে থাকবে কি?
অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ম্যারাথনে ৭২ লাখ টাকা পুরস্কার ঘোষণা