• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেসির রেকর্ডের রাতে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৩৬
মেসির রেকর্ডের রাতে বার্সার জয়
মেসির রেকর্ডের রাতে বার্সার জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির রেকর্ডের রাতে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ২-১ গোলের ভাগ্যপ্রসূত জয় পেয়েছে বার্সেলোনা।

এটিই ছিল বার্সেলোনার জন্য গ্রুপের সবচেয়ে সহজ ম্যাচ। শুরুটাও প্রত্যাশিত মতোই করে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। খেলার তিন মিনিটেই বার্সাকে লিড এনে দেন লিওনেল মেসি। এতে টানা ১৫ মৌসুমে গোল করার একক রেকর্ডের পাশাপাশি, ৩৩ ক্লাবের বিপক্ষে গোলের রাউল ও রোনালদোর কৃতিত্বেও ভাগ বসালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

শত্রুর মাঠে ভড়কে যাবার অভ্যাস এ ম্যাচেও ফুটে ওঠে ব্লগ্রানাদের। ৫০ মিনিটে হান বোরিলের গোলে, সমতায় ফিরে হুঙ্কার দেয় স্লাভিয়া প্রাগ। তবে ব্লগ্রানাদের আবার এগিয়ে যেতে সময় লেগেছে সাত মিনিট।

মেসির ফ্রি-কিকে সুয়ারেজের চেষ্টা প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন পিটার ওলেইঙ্কা। দ্বিতীয় জয়ে টেবিলের শীর্ষ সংসহ বার্সেলোনার।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হারের ম্যাচে ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি
রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মেসির মায়ামিকে বিশ্বকাপে আমন্ত্রণ জানাবে ফিফা