• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আন্দোলনকারীদের চিকিৎসা নিয়ে অপপ্রচারের শিকার গণস্বাস্থ্য কেন্দ্র

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
ছবি : আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় টাকা নেয়ার অভিযোগ তুলেছেন অনেকেই। এ দাবিকে মিথ্যা অপপ্রচার বলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থী ও কর্মীরা।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মির্জানগর এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও কর্মীরা জানায়, একটি কুচক্রী মহল গণস্বাস্থ্য কেন্দ্রের সুনাম নষ্ট করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসা আহত রোগীদের হাসপাতালে আসতে বাধা ও ভর্তি রোগীদের নিকট থেকে আর্থিক সুবিধার বিনিময়ে চিকিৎসা দেওয়ার অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের প্রতিবাদে আজকের এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা মিজান বলেন, আমি নিজেও আহত হয়ে এসেছিলাম, বিনামূল্যে চিকিৎসা পেয়েছি। এছাড়া অন্য স্কুল কলেজের যে সকল শিক্ষার্থী এসেছিল তাদেরও বিনামূল্যে সেবা দিতে দেখেছি।

গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খোদারনূর রনি বলেন, এ আন্দোলনে যারা রোগী ছিল গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম তাদের চিকিৎসা শুরু করে। পরবর্তী থেকে বর্তমান পর্যন্ত চিকিৎসা চলছে। আমি অনেক আহতদের সাথে কথা বলেছি এবং খোঁজখবর নিয়েছি, তারাও জানিয়েছে কোনো খরচ নেওয়া হয়নি। গণস্বাস্থ্য কেন্দ্র সব সময় রোগীদের পাশে ছিল।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম রহমান শাহজাহান বলেন, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে রোগী বা ছাত্র যারা এসেছেন প্রত্যেককে সেবা দেওয়া হয়েছে। তাদের আমরা শুরু থেকেই ফ্রি চিকিৎসা দিয়ে আসছিলাম। শেষ পর্যন্ত আহত রোগীদের আমরা চিকিৎসা দিয়েছি। একটি কুচক্রী মহল বলছে এখানে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, বাঁধা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকটা রোগীর লিস্ট রয়েছে, তাদের কী ফলোআপ দেওয়া হয়েছে তা আছে, কতজন মারা গেছেন, কতজন চিকিৎসা নিয়েছেন, কতজনকে রেফার করা হয়েছে প্রতিটি ডাটা আমাদের কাছে আছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই কোটা সংস্কার আন্দোলনে যারা এসেছেন আমরা আমাদের সাধ্য মতো তাদের চিকিৎসা সেবা দিয়েছি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ 
টঙ্গীতে সংঘর্ষ: আশুলিয়ায় সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
আশুলিয়ায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ
আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু