• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দোসর আমলাদের কাছে জিম্মি: আবু হানিফ
কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি
অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জানিয়ে চোরকে উদ্দেশ্য করে এক চালক মাইক ভাড়া করে গালাগালি করেছেন।  সোমবার (২৩ ডিসেম্বর) এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়। ভুক্তভোগী অটোচালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে।  এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী অটোচালক হৃদয় মিয়া বলেন, ‘আমার সংসারে ৩ ছেলেমেয়েসহ ৭ জন সদস্য। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। ২১ ডিসেম্বর রাতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। তারপর থেকে খোঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কীভাবে কী করবো বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।’ ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ‘ব্যাটারি উদ্ধারে ওই ব্যক্তিকে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।’ গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন বলেন, ‘কোনো কিছু চুরি হলে তা অবশ্যই দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এই কাজটা করেছে।’ আরটিভি/এমকে
জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা
এক কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জে আ.লীগ নেতা বোরহান উদ্দিন গ্রেপ্তার
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহতদের পরিচয় মিলেছে
কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় সিএনজি ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।  সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কার্ভার ভ্যানের চালক পালিয়ে যায়। নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে—সিএনজি চালক শাহিন ও যাত্রী রাজন। তাদের বাড়ি রায়পুরা উপজেলার পিরিজকান্দিতে। আর বাকি ৩ জন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদীর নিলকুটি এলাকা থেকে সিএনজিসহ দুটি কার্ভাড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। কার্ভাড ভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় ওভারটেক করতে গিয়ে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আরএকেটি কাভার্ড ভ্যানের মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৫ জনের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজু মিয়া জানান, নিহতদের মধ্যে চালকসহ দুইজনের পরিচয় পাওয়া গেছে। এছাড়াও বাকি ৩ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।  আরটিভি/এমএ-টি
শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন: হাবিব উন নবী
নির্বাচনী ব্যবস্থাকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। রোববার (১৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। হাবিব উন নবী খান বলেন, ক্ষমতার নেশায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। নির্বাচনী ব্যবস্থাকে তিনি ধ্বংস করে দিয়েছেন। শুধু এ কারণের জন্য শেখ হাসিনার হাজার বছরের জেল হওয়া উচিত। তিনি বলেন, অন্যের দিকে আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। না হলে কিন্তু ওই আঙুল কেটে দেব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। দেশের জনগণ যদি একবার ক্ষেপে যায়, যদি লড়াইয়ে নামে কোনো অপশক্তি কিন্তু সামনে টিকবে না। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে এক্স সদস্যসচিব হাজী মোহাম্মদ ইসরাইল মিঞার সঞ্চালনায় সম্মেলনে ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দীন, অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস প্রমুখ। আরটিভি/এমকে-টি
ইতিহাস কাউকে ক্ষমা করে না, বিএনপি নেতা শরীফ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনসহ খুন-গুম করে যে অন্যায় করেছে ফ্যসিস্ট হাসিনা সরকার। তারই ফল হিসেবে গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকারের পতনসহ দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা। শুক্রবার (১৩ ডিসেম্বর) কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন বিএনপির আয়োজনে আরব আলী চক বাজার মাঠে এক স্মরণসভাতে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন ছয়সূতি বিএনপির সভাপতি সালাউদ্দিন মোর্শেদ নিজামী।   কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২৩) ও শ্রমিক দলের সভাপতি বিল্লাল মিয়া (৩২) স্মরণে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শরীফুল আলম বলেন, সেদিন বিনা কারণে পুলিশ গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছিল। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের সেবক পুলিশ ছিল এক বেপরোয়া বাহিনী।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিলাদ, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহ আলম ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।  এ সময় অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ পালনকালে ভৈরব-কিশোরগঞ্জ সড়কের ছয়সূতি বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে রেফায়েত উল্লাহ ও বিল্লাহ মিয়া নিহত হন। আরটিভি/এমকে/এআর
কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি চালক কালাম ওরফে কালা চাঁন (৪২) ও সিএনজি যাত্রী মো. আবু আল হেলাল (৪৯)।  নিহত কালাম কুলিয়ার উপজেলার দারিয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আরও নিহত আবু আল হেলালও একই উপজেলার বাসিন্দা ছিলেন। আহতরা হলেন- মো. রুবেল (৫০) ও অজ্ঞাতনামা এক নারী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা।  প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালক কালা চাঁন ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চারজন যাত্রী নিয়ে রওনা হন। গাড়িটি কুলিয়ারচর উপজেলার আলী আকবরী পেট্রোল পাম্প অতিক্রম করার সময় কিশোরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হন। এ সময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত সিএনজি চালকের মামাতো ভাই মোহাম্মদ আলী বলেন, আমার ভাই ফজরের নামাজের পর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। ভৈরব থেকে ৪ জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পাম্পের কাছে আসলে মাইক্রোবাসটি সিএনজিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ভাই ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহত হেলালের চাচাতো ভাই আবুল কালাম (সাবেক ইউপি সদস্য) বলেন, ‘হেলালের চট্টগ্রামে একটি পাদুকা কারখানা আছে। সেখান থেকে আজ সকালে বাড়িতে আসার উদ্দেশ্যে ভৈরব থেকে সিএনজিতে উঠেন তিনি। কিন্তু বাড়ির কাছাকাছি এসে দুর্ঘটনায় নিহত হন।’ এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই মো. বাবুল মিয়া বলেন, ‘মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুজনের মৃত্যু হয়।’  তিনি আরও বলেন, ‘মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ছাড়াও মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ আরটিভি/এমকে
ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান, যা পাওয়া গেল
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কিশোরগঞ্জের মিঠামইনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে দুই ঘণ্টা ডিবি হারুনের রিসোর্টে অভিযান চালায় দলটি। তারা রিসোর্টের বিভিন্ন কক্ষসহ আশপাশে তল্লাশি চালায়। জানা গেছে, অভিযানে রিসোর্ট থেকে ৪টি কম্পিউটারের হার্ডডিস্ক ও বেশকিছু নথিপত্র জব্দ করা হয়েছে। এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে অভিযানে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। এ প্রসঙ্গে অভিযানে চাঁদ সুলতানা চৌধুরানী বলেন, সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে এবং তদন্ত শেষে রিপোর্ট দাখিলের পর বিস্তারিত জানা যাবে। আরটিভি/এসএপি
হারুনের রিসোর্টে অভিযান
পালিয়ে যাওয়া ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদের ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা বিভাগ সিআইসি। সোমবার (৯ ডিসেম্বর) কিশোরগঞ্জে ওই রিসোর্টে অভিযানের সময় নথিপত্র ও কম্পিউটার জব্দের কথা জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। তিনি বলেন, ‘আমরা অভিযান চালিয়েছি। এখন প্রতিষ্ঠানের বিনিয়োগ কত দেখানো হয়েছে, আর আসলে এতে বিনিয়োগ কত, সেটি বের করে বাকি অর্থের ওপর কর আরোপ করে দেব এবং সোজাসাপ্টা মামলা করে দেব।’ তিনি বলেন, ‘তার (হারুন) স্ত্রী, মা, ভাই ও শ্যালক এ রিসোর্টের পরিচালক। মা ও স্ত্রীর আয় না থাকায় এটিও তার ওপর বর্তাবে। কিশোরগঞ্জের হাওর এলাকায় ৪০ একর জমি জুড়ে রয়েছে রিসোর্টটি। এর পাশেও বহু জমি দখল ও জোর করে নেওয়ার অভিযোগ।’ এর আগে প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ছয় ব্যক্তির বিরুদ্ধে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিআইসি। সংস্থাটির পরিচালক মিজ চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে ওই কমিটি হয়েছে। প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক শিরিন আক্তার, জহুরা খাতুন, আলাউদ্দিন আল সোহেল ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম শাহরিয়ার বিরুদ্ধে তদন্ত করবে কমিটি। এর সঙ্গে সংশ্লিষ্টার তথ্যে হারুন অর রশিদ, সোমরাজ মিয়া ও মোছা. মিনারা বেগমের বিরুদ্ধে কর ফাঁকি সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে সিআইসি। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনের হদিস মিলছে না গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই। তার বিরুদ্ধে ‘কোটি কোটি টাকার অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আরটিভি/এমকে