• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুললেন স্বামী
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সাগর শেখ (২৫) নামে এক যুবক।  শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চরপাচুরিয়া গ্রামে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাচুরিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সাগর শেখ। নিজ স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন শুক্রবার স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয় সাগর। একই গ্রামে তার চাচা ফজলে হকের সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত পাকা টিনশেড ঘরের ভেতরে গিয়ে আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে ফাঁসিতে ঝোলে। এদিকে এলাকার একদল শিশু ওই ঘরের বাইরে খোলা জায়গায় খেলা করছিল। তখন তারা ঘরের ভেতরে ভিকটিমকে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে। সঙ্গে সঙ্গে ভিকটিমের পরিবারসহ স্থানীয়রা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ঝুলে থাকা সাগরকে নিচে নামিয়ে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর শেখকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে সাগর শেখ তার স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রক্রিয়াধীন। আরটিভি/এএএ/এস
রাজবাড়ীতে তানভীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 
আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা 
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি, লাখ টাকা জরিমানা
ফেসবুকে পরিচয়, প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে যা ঘটল
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাত্র ১২ দিনের পরিচয়ে প্রেমের সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন নবম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগীর বাবা ৪ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের বাবুর ছেলে মো. সোহান (১৬), দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নজরুল ইসলামের ছেলে সালমান মাহিন (১৬) ও দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে সজিব অমিত (১৯)। এ ঘটনায় পলাতক রয়েছেন বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের আলোকের ছেলে রাশেদ (২০)। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে ওই ছাত্রীর সঙ্গে সদর উপজেলার বরাট ইউনিয়নের বাবুর ছেলে সোহানের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে মেয়েটিকে দেখা করতে বলে ওই কিশোর। ১৮ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার ভবদিয়া পার্কে তারা দেখা করে। পরে সেখান থেকে কৌশলে তাকে একটি বাড়িতে নিয়ে যায় ওই কিশোরসহ তার তিন সহযোগী। সেখানে আটকে রেখে মেয়েটিকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মেয়েটিকে জেলা শহরের বড়পুল এলাকায় রেখে পালিয়ে যায় ওই কিশোর। এরপর মেয়েটি তার বাড়িতে গিয়ে সবকিছু খুলে বলে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মেয়েটির জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আরটিভি/এএএ/এস
হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল
রাজবাড়ীতে একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করেই ধোঁয়া উঠেছে। তবে ট্রেন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ধোঁয়া নিয়ন্ত্রণ করায় হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচুরিয়া রেলস্টেশনে ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে। রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) মো. আবু নাঈম জানান, ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫২ মিনিটে পাঁচুরিয়া রেল স্টেশনে পৌঁছে যাত্রাবিরতি দেয়। স্টেশনে ঢোকার সময়ই হঠাৎ করে তিনি ও চালক ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা ট্রেন থেকে নেমে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। পরে ১০ টা ২ মিনিটে ট্রেনটি পাঁচুরিয়া রেল স্টেশন থেকে রাজবাড়ী রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ইঞ্জিনের ত্রুটির কারণে মাঝ পথে থেমে থেমে ১০টা ৪০ মিনিটে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। রাজবাড়ী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (লোকো ইনচার্জ) মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, ইঞ্জিনের ট্র্যাকশন মোটরে বৈদ্যুতিক ত্রুটির কারণে ধোঁয়ার সূত্রপাত হয়। রাজবাড়ী স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করে দেওয়া হয়। পরে দুপুর ১২টায় ট্রেনটি ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ নামে রাজবাড়ী স্টেশন থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আরটিভি/এএএ/এস
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় যুবলীগ নেতা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মামলার এজাহার নামীয় ২৬ নম্বর আসামি।  সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেপারী পাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আব্দুর রহমান মন্ডল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত ফজের আলী মন্ডলের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এ ছাড়াও তিনি গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহসভাপতি। জানা গেছে, গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন গোয়ালন্দ রেলগেটের পাশে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম গত ১০ ডিসেম্বর ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। এই মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহমান মন্ডল এজাহার নামীয় ২৬ নম্বর আসামি। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।  আরটিভি/এএএ/এস
এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ। পরে মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পদ্মা নদীতে জেলে কালাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিলামে বিক্রি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) হালিমা সরদার। তিনি বলেন, নদীতে পানি কমে যাওয়ার কারণে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভালো দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। জানা গেছে, জেলে কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে এলে মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আড়তে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, কালাম হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া নিয়ে এলে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় কিনে নিই। পরে একজন ক্রেতার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। আরটিভি/এমকে
এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি কেজিপ্রতি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নিয়েছেন এক মাছ ব্যবসায়ী।  রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আফছার মোল্লার জালে ধরা পড়ে মাছটি।  জানা যায়, আফছারের কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা। ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছেন ওই ব্যবসায়ী। জেলে আফছার মোল্লা বলেন, দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা এলাকায় পদ্মা-যমুনা নদীর মোহনায় সঙ্গীদের নিয়ে জাল ফেলি। দুপুর ২টার দিকে আমার জালে ১৭ কেজি ২০০ গ্রাম ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। আমি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তে নিয়ে যাই। ওই আড়তের মালিক সোহেল মোল্লা মাছটি প্রতি কেজি দুই হাজার ৪৫০ টাকা দরে মোট ৪২ হাজার ১৪০ টাকায় কিনে নেন। সুমাইয়া মৎস্য আড়তের মালিক সোহেল মোল্লা বলেন, ‘আফছার মোল্লার কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে রেখেছি। দুই হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ৭২০ টাকা মাছটি বিক্রির আশা করছি।’ আরটিভি/এমকে
গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে রাজবাড়ীর ডিসি
গভীর রাতে শীতার্তদের কষ্ট নিবারণে কম্বল নিয়ে জেলার খেটে-খাওয়া, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বরাট খারঘুনা এলাকা ও লক্ষীকোল রাজারবাড়ী এলাকায় বাগদী সম্প্রদায়, পশ্চিম উড়াকান্দায় দেওয়ানবাড়ী নদীভাঙ্গন এলাকার হতদরিদ্র মানুষ এবং রাজবাড়ী রেলস্টেশন ও সড়কে গৃহহীন হতদরিদ্র শীতার্তদের শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি। রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলায় শীতের প্রকোপ ক্রমশ বেড়েই চলছে। শীতার্তদের কষ্ট লাঘবে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সৈয়দ আরিফুল হকসহ জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তারা। আরটিভি/এএএ