• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
মোরেলগঞ্জে এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ 
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জন জেলেকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।  রোববার (১৭ নভেম্বর) বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় মাছসহ জেলেদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের পাঁচ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একইসঙ্গে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়ে কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আর জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। আরটিভি/এমকে-টি
ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি
দুবলা চরে রাস মেলায় ২ ট্রলারে সংঘর্ষ, আহত ৩
বাগেরহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
বিএনপি নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ১    
হোটেলে গ্রিল-নান খেয়ে ৪০ জন অসুস্থ
বাগেরহাটের মোংলায় নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মুরগির গ্রিল ও নান রুটি খেয়ে ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করা হয়।  মঙ্গল ও বুধবার (৫ ও ৬ নভেম্বর) শেখ আব্দুল হাই সড়কের নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্রিল ও নান রুটি খান তারা।  এ বিষয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আফসানা নাইম বলেন, শহরের নির্দিষ্ট একটি হোটেলে খাবার খেয়ে গত দুই দিন ধরে তারা অসুস্থ হয়ে পড়েছেন। অনেকে চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। এই মুহূর্তে আমার হাসপাতালে ১৫ জনের মতো এখনও ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলছে।  নিউ প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম বলেন, এটা কীভাবে হয়েছে জানি না। অসুস্থ রোগীদের অভিযোগ বিষয়ে তিনি দাবি করেন, তাদের নিজেদের জন্য হয়েছে, এটার জন্য আমি দায়ী না। তবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসু দেব কুমার বিশ্বাস বলেন, হোটেল মালিক খোরশেদ আলমকে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে এনে সতর্ক করা হয়। পরে এ ঘটনার জন্য খোরশেদ আলম দুঃখ প্রকাশ করেন।  এ বিষয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন বলেন, অসুস্থ রোগীদের অভিযোগ পেলে তদন্ত করে হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এআর
কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে: এম সাখাওয়াত
মোংলায় কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (৬ নভেম্বর) সকালে বন্দরের জেটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, মোংলা বন্দরে কনটেইনার টার্মিনাল নেই। এখানে কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে। তিনি বলেন, ভুটান-নেপালের জন্য মোংলা বন্দর উপযোগী। এখানে সড়ক, নৌ ও রেলপথ বিদ্যমান রয়েছে। মোংলা বন্দরকে ঘিরে আখাউড়া ও বাল্লা স্থলবন্দর সচল করা হচ্ছে। ভারতের অর্থায়নেও মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। চীন ও ভারতের উন্নয়ন প্রকল্প দুটি বাস্তবায়ন হলে বন্দরের চেহারা পরিবর্তিত হবে। তিনি আরও বলেন, মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এ সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতেও বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এ ছাড়াও বন্দরটির সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তের রেল ও নৌযোগাযোগ রয়েছে। সুতরাং এ বন্দরটিকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই।  মোংলা বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে চায়না ও ভারতের নেওয়া যৌথভাবে দুটি প্রকল্প দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। আশা করি, এ প্রকল্প দুটি আগামী ২ বছরের মধ্যে শেষ হবে। তখন বন্দরের চেহারা পাল্টে যাবে।   এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমানসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে-টি
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে যান। আর তা না হলে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। রোববার (৩ নভেম্বর) বিকেলে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুফতি রেজাউল করীম বলেন, শেখ হাসিনা পালানোর পরে রাষ্ট্রপতি বলেছিলেন পদত্যাগপত্র পেয়েছেন। কিছু দিন পরে তিনি বলেন, পদত্যাগপত্র পাননি। তিনি কচ্ছপের মতো আচরণ করেছেন- বিপদ দেখে মাথা গুটিয়ে নিয়েছেন, বিপদ গেলে আবার মাথা বের করেছেন।   তিনি বলেন, কারও লেজুড় হতে চাই না। বিগত সময়ে যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলামের বারোটা বাজিয়েছেন। ৫ আগস্টের পরে ইসলামী রাষ্ট্রের পর্যায়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী দলগুলো একত্রিত হলে এবং একটি প্ল্যাটফর্ম গঠন করতে পারলে, আশা করা যায় ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।   চরমোনাই পীর বলেন, গত দেড় দশকের এক স্বৈরশাসকের কবল থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কেউ স্বৈরশাসক না হতে পারে, এ জন্য পিআর সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি প্রবর্তন করতে হবে। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। আওয়ামী লীগসহ সব দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।  এ ছাড়া দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান ইসলামী আন্দোলনের এ শীর্ষ নেতা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির  মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, আমরা লক্ষ্য করেছি, আওয়ামী স্বৈরাচার বিদায়ের পর অনেক নব্য স্বৈরাচার চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত হয়েছে। তাদেরকে আওয়ামী লীগের পতনের কথা স্মরণ করিয়ে দিয়ে সুস্থ রাজনীতির চর্চার আহ্বান জানাই। আরটিভি/এমকে-টি
‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই সিভিল সার্জনকে ওএসডি 
সরকারি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলা বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ আবশ্যিকভাবে রোববার (৩ নভেম্বর) অবমুক্ত হবেন। সোমবার (৪ নভেম্বর) ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন। গত ২৪ অক্টোবর বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওইদিন রাতেই বাগেরহাট জেলা বিএনপি ও যুবদলের নেতৃত্বে সিভিল সার্জনের অপসারণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরে ২৭ অক্টোবর একই দাবিতে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ দিকে বৃহস্পতিবার রাতের পর থেকে সিভিল সার্জন অফিস করছেন না। একটি সূত্র জানিয়েছে ডা. জালাল উদ্দিন আহমেদ বাগেরহাটে নেই। তবে এই সময়ের মধ্যে তিনি ঢাকায় থেকে সিভিল সার্জন হিসেবে সরকারি সভায় যোগদান করেছেন। আরটিভি/এমকে-টি
বাগেরহাটে বিনামূল্যে ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা 
বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে চার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (২৯ অক্টোবর) অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান লতিফ মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেওয়া হয়। সকালে ফাউন্ডেশন ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।  লতিফ মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সাবেক যুগ্ম সচিব মোহম্মদ মশিউর রহমান, সাবেক যুগ্ম সচিব শেখ হামিম হোসেন, সাবেক যুগ্ম সচিব খন্দকার রুহুল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস, মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু সিপিএ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ফাউন্ডেশন চত্বরে গাছের চারা রোপণ করেন। এদিন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক দূরদূরান্ত থেকে আসা রোগীদের চক্ষু, হার্ট, মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও চর্ম রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ৮০০ কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রত্যন্ত গ্রামের মানুষরা আসলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ খুব কম পায়। যার কারণে আমরা এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে। আরটিভি/এএএ 
যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস চালানোর আহ্বান
বাগেরহাট জেলা প্রশাসনের সঙ্গে খুলনা ও বরিশালের বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে।  রোববার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিআরটি লায়লাতুল মাওয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক যাত্রীদের চাহিদা বিবেচনা করে বাস সার্ভিস চালানোর জন্য পরামর্শ দিয়ে বলেন, যাত্রীরা হচ্ছে রাস্তার রাজা। তাদের চাহিদামতো ভালো সার্ভিস না দিলে আপনারা লোকসানের মুখে পড়বেন। সবক্ষেত্রে যাত্রী সন্তুষ্টি অর্জন করতে হবে। সবগুলো মালিক সমিতিকে একসঙ্গে বাস সার্ভিস-রুট নির্ধারণ করার আহ্বান জানান তিনি। এ সময় বাগেরহাট, রূপসা, খুলনা, মহিশপুরা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে-টি