• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
বাগেরহাটে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের প্রকোপ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শীতের মধ্যেও উপকূলীয় জেলা বাগেরহাটে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। হঠাৎ বৃষ্টির ফলে শীতের প্রকোপও বেড়েছে জেলাজুড়ে। বৃষ্টির সঙ্গে শীত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও বোরো চাষিরা। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলায় ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার বলেন, বেশিরভাগ কৃষকই তাদের ধান ঘরে তুলে নিয়েছে। এখনও মাঠে অল্প কিছু কৃষকের ধান রয়েছে। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, তাতে বড় ধরনের ক্ষতির কোনও আশঙ্কা নেই। সামনে বোরো ধানের মৌসুম। কৃষকরা বীজতলা প্রস্তুত করছেন। বৃষ্টি হলে বোরোর বীজতলা ভালো হবে। শীতকালীন সবজি চাষেও এর কোনও প্রভাব পড়বে না। মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ বলেন, ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রোদ না ওঠায় শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আরটিভি/এএএ-টি  
জলবায়ু পরিবর্তনের প্রভাব-৩ / উপকূলবাসী সুপেয় পানি সংকটের স্থায়ী সমাধান চায়
দুই নৌযানসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
জলবায়ু পরিবর্তনের প্রভাব-২ / তদারকির অভাবে অধিকাংশ পিএসএফ অকেজো, পুকুরের পানিই ভরসা
স্ত্রীর দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় নারীকে মারধর
বাগেরহাটের মোংলায় স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় শ্লীলতাহানি ও মারধরের শিকার হয়েছেন লাইজু আক্তার (২৮) নামে এক তরুণী। সোমবার (২ ডিসেম্বর) বিকেল থেকে বটতলা (মুন্সিপাড়া) এলাকায় প্রেমিক সাগর তালুকদারের (৩৫) পিতার বাড়িতে অবস্থান নেন লাইজু। অবস্থান নেওয়ার পরপরই তাকে পিটিয়ে জখম করে প্রেমিক মো. সাগর তালুকদারের পরিবারের সদস্যরা।  লাইজু মোংলা উপজেলার সিগনাল টাওয়ার এলাকার সলেমানের মেয়ে। তিনি মোংলা ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। সাগর তালুকদার বটতলা (মুন্সিপাড়া) এলাকার কুদ্দুস তালুকদারের ছেলে। লাইজু আক্তারের অভিযোগ, সাগর তালুকদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের ১৫ জুলাই নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর তাকে ভাড়া বাসায় রাখে। ঠিকমতো ভরনপোশন দিত না। বাড়ি তুলে নেওয়ার ক্ষেত্রেও তালবাহানা করতে থাকে সাগর। বিভিন্ন সময় ব্যবসা করবে বলে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতো এবং চাপ দিতো ও মারধর করতো। উপায়ন্ত না দেখে তিনি বটতলা (মুন্সিপাড়া) এলাকায় সাগর তালুকদারের বাবার বাড়িতে অবস্থান নেন। অবস্থানে ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকজন লাইজুকে পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী লাইজুকে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি আরও বলেন, আমার শ্বশুর এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলেন না। সুস্থ্য হলে আবার আমি স্বামীর বাড়িতে অনশন করে আত্মহত্যা করব। অভিযুক্ত সাগর তালুকদার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। স্ত্রীর দাবিতে বাড়িতে অনশন করছেন যিনি, তিনি আমার দ্বিতীয় স্ত্রী। সে জেনে শুনেই আমাকে বিয়ে করেছে। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এস
বাগেরহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলা, অর্ধশত আহত
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ফকিরহাট, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা  আশঙ্কাজনক। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার মোল্লাহাট মাদ্রাসা ঘাটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  সমাবেশে উপস্থিত থাকা ইঞ্জিনিয়ার মাসুদ রানা জানান, বিকেলে মোল্লাহাটের গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শুরু হয়। সেখানে মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন শিকদারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হন। তাদের ফকিরহাট ও অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল কল রিসিভ করেননি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ মাদ্রাসা ঘাটে অনুষ্ঠিত হয়। এই কর্মী সমাবেশে জামাল উদ্দিন ও হাফিজুর রহমানের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়। আরটিভি/এমএ/এস
সড়কের পাশে ফেলে রাখা বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার
বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা একটি নবজাতক উদ্ধার করা হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা-পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর ছেলে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে। স্থানীয়রা জানায়, রাতে চুনোখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামের এক নারী ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান একটি অজ্ঞাত নবজাতক পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, একটি নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে। আরটিভি/এএএ 
জলবায়ু পরিবর্তনের প্রভাব-১ / বাগেরহাটে সুপেয় পানির তীব্র সংকট, জনদুর্ভোগ চরমে
জলবায়ুর পরিবর্তনজনিত কারণে সাগরের পানির লবণের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। লবণ পানি অধ্যুষিত বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় জেলা বাগেরহাটে শুষ্ক মৌসুম এলেই সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। সংকট মোকাবিলায় সরকারিভাবে নেওয়া ব্যবস্থা প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে সুপেয় পানির জন্য দুর্ভোগ পোহাতে হয় জেলার কয়েক লাখ মানুষকে।    সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাগেরহাট জেলার ৯টি উপজেলার মধ্যে ফকিরহাট ও মোল্লাহাট ছাড়া বাকি ৭টি উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এসব উপজেলায় বসানো অগভীর নলকূপগুলোতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও নোনা পানি ওঠায় এই পানি ব্যবহার উপযোগী নয়। আগে এসব নলকূপের পানি মানুষ ব্যবহার করতো। অগভীর নলকূপের পানি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় সরকারিভাবে এটি স্থাপন বন্ধ রয়েছে। স্থানীয়রা বাধ্য হয়ে পুকুরের পানি ব্যবহার করছে। কয়েকটি গ্রামের কয়েক হাজার লোক এক একটি পুকুরের পানির ওপর নির্ভরশীল। অস্বাস্থ্যকর পরিবেশের এসব পুকুরের পানি পান করে কোথাও কোথাও পানিবাহিত রোগ বালাই দেখা দিচ্ছে। দীর্ঘদিন খনন না করা ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে অনেক দিন বৃষ্টিপাত না হওয়ায় শুকনো মৌসুমের শুরুতেই এই পুকুরগুলো শুকিয়ে যায়।  পুকুরের পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারিভাবে জেলা পরিষদের আওতাধীন পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়। এতে জেলার ৯টি উপজেলার ১৫৫টি সরকারি পুকুর খনন করা হয়। এরমধ্যে কিছু পুকুর পাড়ে বসানো হয় সোলার চালিত পানির ফিল্টার। কিন্তু সরকারের এই উদ্যোগ ভেস্তে যায়। খননের পর স্থানীয় প্রভাবশালীরা এসব পুকুরে মাছ চাষ শুরু হবে। এতে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকারের মাছের খাবার। ফলে পুকুরের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আবার পুকুর পাড়ের সোলার চালিত পানির ফিল্টারগুলোর বেশির ভাগই অকেজো। আবার ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক নিম্নমানের দায়সারা যন্ত্রপাতি ব্যবহার করায় কোনোটি স্থাপনের পর থেকে এক ফোটা পানিও উৎপাদন করেনি। ফলে সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করে।  রামপাল উপজেলার ডাকরা গ্রামের শিপ্রা রানী বলেন, খাবার পানির ব্যাপক সংকট। এখানে একটি সাপ্লাই পানির লাইনের ব্যবস্থা করা হয়েছে। সেটার পানিও লবণাক্ত। তারপরও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে থেকে এক কলসি পানি পেতে হয়। বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক সুপেয় পানির সংকটের কথা স্বীকার করে জানান, সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাবার পানির সংকট নিরসনে কিছু প্রকল্প এখনও চলমান রয়েছে। আরটিভি/এএএ/এআর
মোংলায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের মোংলায় এক নারীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মাকড়ঢোন এলাকায় ঘটে এ ঘটনা।  হত্যাকাণ্ডের জন্য তন্ময় মণ্ডল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। তবে তাকে এখনও আটক করতে পারেনি পুলিশ। জানা যায়, সন্ধ্যায় পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়ি যান তন্ময় মণ্ডল। তিনি সেখানে তাকে খুঁজতে থাকেন। এসময় সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান তিনি বাড়ি নেই। তখন তন্ময় তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বললে সবিতা মল্লিক এগিয়ে দিতে যান। এসময় বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলে তন্ময় দা দিয়ে কুপিয়ে সবিতাকে পাশের ডোবায় ফেলে দেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ ও পানিতে ফেলে দেওয়ায় ডুবে তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত তন্ময় মাকড়ঢোনের কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক। এ বিষয়ে মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকে আমরা মাঠে রয়েছি। তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। হত্যাকারীকে ধরা গেলে রহস্য উদঘাটন করা সম্ভব।’ আরটিভি/এমকে
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী সোহাগ শেখ (৪০) পলাতক রয়েছে। নিহত ডলি বেগমের (৩৫) স্বামীর বাড়ী খুলনার রূপসা এলাকার হলেও স্বামী সোহাগের সঙ্গে বাগেরহাটের ফকিরহাটের লখপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতো। ডলি বেগম বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার মোক্তার মীরের মেয়ে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নিহতের মা বাদী হয়ে ফকিরহাট থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।  নিহতের মা নার্গিস বেগমসহ স্বজন জানান, বুধবার বিকেলে ডলি বেগমের স্বামী সোহাগ শেখ নিহতের মা ও নিকট আত্মীয়দের ফোন করে জানান, ডলি ঘুমের ট্যাবলেট খেয়েছে। তারা ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ডলি বেগম মৃত অবস্থায় পড়ে আছে। ঘটনাস্থলে নিহতের স্বামীকে না পেয়ে তাকে ফোন করলে জানান তিনি যশোরে আছেন। তখন পুলিশকে অবহিত করলে তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। পারিবারিক কলহে ডলির স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে। এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন।  ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বুধবার বিকেলে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের স্বামী শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হবে।  আরটিভি/এএএ