• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়সহ নানা অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর বড়বাজার এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকিতে মেসার্স হীরা স্টোরে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। আবারও একই ধরনের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম। আরটিভি/এএএ/এস
শীতের আমেজ চুয়াডাঙ্গায়
প্রেমের টানে ভারতীয় তরুণী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে
চুক্তির টাকা দিতে না পেরে টিকটকার মুন্নীকে হত্যা
দর্শনা বন্দরে পৌঁছাল ৩০ ভারতীয় রেলের ওয়াগন
প্রতিশোধ নিতে শ্বাসরোধে হত্যা, আসামি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় আলোচিত খালেদা আক্তার মুন্নি (১৮) হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুন্নির সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে অভিযুক্তরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেপ্তারকৃত মানিক আলী মুন্সি চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি শেখপাড়ার টোকন আলী মুন্সির ছেলে ও পারভেজ মহাসিন স্বপন একই এলাকার মইদুল ইসলামের ছেলে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। তিনি জানান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ভাংবাড়ীয়া গ্রামের খোয়াজ আলী শেখ এর কন্যা খালেদা আক্তার মুন্নি গত ৯ নভেম্বর দুপুরে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর গত ১৪ নভেম্বর সকালে অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু দেখে মরদেহটি শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় মুন্নির মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানার হত্যা মামলা দায়ের করেন।   পুলিশের একাধিক টিম ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে মাঠে নামে। অবশেষে শুক্রবার দিবাগত রাত ২টায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদ্বয়কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে মানিক আলী মুন্সি জানায়, গত ৬ নভেম্বর আসামি ও তার বন্ধুরা বড়গাংনীতে ভিকটিমের সঙ্গে টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক করার জন্য নিয়ে আসলে মুন্নি স্থানীয়দের সহযোগিতায় ব্লাকমেইল করে ২০ হাজার টাকা আদায় করে। এ ঘটনায় মানিক মুন্সি রাগের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এরপর ৯ নভেম্বর বিকেলে ফোনকলের মাধ্যমে মানিক মুন্সির সঙ্গে ভিকটিম সারারাত ২০ হাজার টাকার বিনিময় অনৈতিক কাজ করতে সম্মত হয়।  একই দিন সন্ধ্যা ৭টায় মুন্নি সদর উপজেলার বোয়ালমারি নীলমনিগঞ্জ পিটিআই মোড়ে পৌঁছালে মানিক মুন্সি তার সহযোগী পারভেজ মুন্সি স্বপনকে মোটরসাইকেল এ নিয়ে আসতে বলে। তারা দুজন বোয়ালমারি শ্মশান এলাকায় পানবরজের পিছনে জঙ্গলে মুন্নির সাথে পালাক্রমে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এরপর পারভেজ ঘটনাস্থল থেকে চলে গেলে মানিক মুন্নিকে ৫ হাজার টাকা নিতে অসম্মতি প্রকাশ করে চিৎকার করতে থাকে। এরপর তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে হাত বেঁধে জঙ্গলের ফেলে রেখে চলে যায়। আরটিভি/এএএ-টি   
মোটরসাইকেলসহ পেট্রোল জ্বালিয়ে যুবককে হত্যা, নেপথ্য কারণ জানা গেল
চাঁদার টাকা না পেয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ নামের এক যুবককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করেছে ৫ যুবক। শুক্রবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এখন পর্যন্ত এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচজন মিলে সবুজকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তারকৃত আসামি সাগর। তদন্তের স্বার্থে এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের নাম প্রকাশ করা হলেও অপর দুজনের নাম গোপন রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জহুরুল, সাগর ও পাপ্পু। তিনি জানান, সবুজ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে তারা সন্দেহভাজনকে ৪ থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা ফুড গোডাউনের নৈশপ্রহরী জহুরুল ইসলাম ও বক্সিপুর গ্রামের হযরত আলীর ছেলে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়।   আদালতে সাগরের দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে আনিসুজ্জামান লালন জানান, চাঁদাবাজি করতে গিয়েই সবুজকে এমন নৃশংসভাবে হত্যা করে তারা। মোটরসাইকেল ব্যবসায়ী সবুজের কাছে থাকা কয়েক লাখ টাকা হাতিয়ে নিতে খুনিরা দফায় দফায় বৈঠকে বসেন জড়িতরা। মোটরসাইকেল বিক্রির কথা গত বুধবার সবুজকে ডেকে এনে ফরিদপুর এলাকার মাঠের ভেতরের এক মেহগনি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে টাকার জন্য চাপ দেওয়া হয়। সবুজ টাকা নেই জানালে তাকে মারধর করা হয়। তাদের মারধরে এক পর্যায়ে সবুজ মারা গেলে তার লাশের ওপর মোটরসাইকেল রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ৫ যুবক। আরটিভি/এসএপি
চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার 
চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজে কাজ করতে আসে শ্রমিকরা। এ সময় একটি পান বরজের পাশে নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানায়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনার পরপরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে মরদেহ দেখে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আরটিভি/এএএ/এসএ
মেয়াদোত্তীর্ণ জুস খেয়ে ২ শিশু হাসপাতালে, প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ জুস পান করে দুই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগে বিগ বাজারসহ দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা শহরে যৌথ অভিযান চালিয়ে তদারকি করার সময় এ জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, খুশি খাতুন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, চুয়াডাঙ্গা বিগ বাজার থেকে তিনি ফার্ম ফ্রেশ নামক জুস কিনে তা তার দুই মেয়েকে খাওয়ান। কিছু সময় পর, দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি করতে হয়। পরে তিনি জানতে পারেন কেনা জুসের মেয়াদ ছয় মাস আগে শেষ হয়ে গেছে। এ ঘটনার পর জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় বিগ বাজারে ও ফার্ম ফ্রেশ জুসের ডিলার প্রতিষ্ঠান মেসার্স সাদিক এন্টারপ্রাইজ এ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং সেগুলো বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। যার কারণে বিগ বাজারের ম্যানেজার ফরহাদ আহমেদ ও মেসার্স সাদিক এন্টারপ্রাইজের মালিক আবুল হোসেন উভয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। আরটিভি/এএএ/এসএ  
মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে সার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও বেশি দামে সার বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুরে এ অভিযান চালানো হয়।  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বিকেলে আলুকদিয়া ও ভালাইপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় আলুকদিয়ায় মেসার্স বিশ্বাস ট্রেডার্সে সার ডিলার প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, ভালাইপুর এলাকায় মেসার্স দিশা এগ্রো ট্রেডিং নামক প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি। আরটিভি/এএএ/এসএ
চুয়াডাঙ্গায় এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবুজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।  বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। হত্যার শিকার সবুজ হোসেন আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আলীর ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেলের বেচাকেনা করতেন।  এ বিষয়ে ওসি মাসুদুর রহমান বলেন, ‘বুধবার সকালে ৮টার দিকে ফরিদপুর-বেলগাছি গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মাঠের মেহগনি বাগানে নিহত সবুজের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।’   ওসি আরও বলেন, ‘নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্ততি চলছে।’ আরটিভি/এমকে