• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo
দুই কোটি টাকার স্বর্ণের ১৪টি বারসহ তিন ট্রেনযাত্রী আটক
চুয়াডাঙ্গায় সপ্তাহে ৫ দিন বাসে শিক্ষার্থীদের জন্য ‘হাফ ভাড়া’
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিন বাসভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার মুখ্য সংগঠক সজীব বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।  এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে পরিবহন–সংশ্লিষ্ট দুইটি সংগঠন। এতে বলা হয়েছে, চুয়াডাঙ্গার জেলার মধ্যে চলাচলরত সব লোকাল বাসে সকাল ৭টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবেন। তবে এ সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিদ্ধান্ত কার্যকর হবে না। এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সঙ্গে এবং বাস মালিক ও শ্রমিকেরা নিজ নিজ সমিতির সঙ্গে যোগাযোগ করবেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মইন উদ্দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের পক্ষে থেকে এই দাবি তোলা হয়েছিল। অবশেষে কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটি শিক্ষার্থীদের জন্য অর্থনৈতিকভাবে সহায়ক হবে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরটিভি/এএএ 
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
ভারতের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ হওয়া উচিত: নুসরাত তাবাসসুম
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে
সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। সকাল ৮ টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেলে আবারও কুয়াশার দাপট। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  সকাল ৮টার দিকে সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেলে আবারও কুয়াশার দাপট। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া মানুষ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। শীতের প্রভাবে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ। আরটিভি/এমএ
দর্শনায় একাধিক মামলার আসামি শাহাবুল গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাহাবুল হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাকে দর্শনা আমলি আদালতে তোলা হয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাতে তাকে দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার শাহাবুল হোসেন একই গ্রামের গোলজার হোসেনের ছেলে।  চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  অভিযান সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী শাহাবুল হোসেনের বিরুদ্ধে মাদক, চোরাকারবারি, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তিনি দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত এবং বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। গত ৫ আগস্ট পরবর্তী সময় শাহাবুল দর্শনায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তিনি মাদক ব্যবসার ত্রাস হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছে। মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর একটি টিম।  চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের মেজর জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার শাহাবুলকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইন কার্যক্রম সম্পন্নের জন্য আজ দুপুরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।  আরটিভি/এএএ/এস
চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।  চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল খানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মো. আবদুল কাইউম শেখের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাজাহান খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারী মো. জুবায়ের হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. সুলতান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষকে গত ১৭ বছর সুখে থাকতে দেয়নি, ঘরে ঘুমাতে দেয়নি। বিশেষ করে তারা জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জেলে নিয়েছে। স্বৈরাচার সরকার জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরকে একে একে ফাঁসি দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতার মূলমন্ত্র হলো বৈষম্যবিরোধ। জামায়াতে ইসলামের নেতাকর্মীরা টেন্ডার জুলুমবাজ এসবের ভেতরে নেই, তারা জনগণের সেবক হতে চায়। জামায়াতে ইসলামী এ দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আরটিভি/এমকে
ছেলের মুখে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা শুনে মায়ের আত্মহত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছেলের সঙ্গে অভিমান করে মনোয়ারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ নভেম্বর) সকালে নিজ ঘর থেকে মনোয়ারা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে আলমডাঙ্গা থানা পুলিশ। মনোয়ারা বেগম উপজেলার বেলগাছি গ্রামের মণ্ডলপাড়ার মৃত নূর আলী মল্লিকের স্ত্রী। মনোয়ারার ছোট ভাই হাফিজুর রহমান বলেন, আমার বোনের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে আসাদুল ইসলাম কুয়েত প্রবাসী। আমার বোন আসাদুলের বাড়িতেই থাকতেন বেশির ভাগ সময়। হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত আসাদুলের স্ত্রী শিরিন খাতুন তার শাশুড়ি মনোয়ারা বেগমের সঙ্গে অশোভন আচরণ করতেন বলে শুনে আসছি। সম্প্রতি দুইদিন আগে শিরিন তার স্বামী আসাদুলের সঙ্গে মোবাইলে কথোপকথনের সময় তার শাশুড়ি মনোয়ায়ার বিষয়ে কোনো কিছু বলেছিলেন। এ সময় ছেলে আসাদুল তার মাকে বাড়ি থেকে বের করে দিতে বলেন। মোবাইলের লাউড স্পিকার অন থাকায় ছেলের মুখে ‘মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার’ কথা শুনে ফেলেন মনোয়ারা বেগম। এরপর তিনি খুব কষ্ট পেয়েছিলেন। এ ছাড়া মোবাইলে নিজ ছেলে ও তার স্ত্রীর কথোপকথনের সময় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টি তিনি শুনেছিলেন বলে আমরাও শুনতে পাচ্ছি। আমাদের পক্ষ থেকেও বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। পুত্রবধূ শিরিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কি না সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মনোয়ারার মেয়ে জামাই মাহাবুল ইসলাম বলেন, আমার শাশুড়ি বয়স্ক মানুষ। পেটে টিউমার ও ব্রেনে সমস্যা ছিল। অপারেশন করার জন্য চাপ দিলেও তিনি করেননি। হয়তো অতিরিক্ত অসুস্থতার কারণে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এ ছাড়া কারও সঙ্গে মনোমালিন্য ছিল কি না আমার জানা নেই। এ বিষয়ে জানতে পুত্রবধূ শিরিনের নম্বরটি বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে নিজে ঘটনাস্থলে গিয়েছি। প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে কথা বলে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তিনি খুব বেশি অসুস্থতায় ভুগছিলেন না বলে জানান তারা। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসলেই বিস্তারিত জানা যাবে। আরটিভি/এফআই/এস
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়সহ নানা অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর বড়বাজার এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও আজ তদারকিতে মেসার্স হীরা স্টোরে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। আবারও একই ধরনের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম। আরটিভি/এএএ/এস
শীতের আমেজ চুয়াডাঙ্গায়
অগ্রহায়ণেই শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। তবে, বেলা বাড়ার সঙ্গেই সূর্যের দেখা মিলছে এ জেলায়। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা।  সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এবার একটু আগেভাগেই শীতের আমেজ দেখা যাচ্ছে এ জেলায়। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডায় সময়মত কাজে যেতে পারছেন না তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে নদীর তীরবর্তী বাসিন্দারা। সাধারণত পৌষ ও মাঘ মাসের অধিকাংশ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়।  চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯২ ভাগ।  আরটিভি/এফআই