• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
চুরি দেখে ফেলায় মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়ায় দৌলতপুরে এক নারী ও ছেলেকে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে পৃথকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সোহানী পূষণ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  দণ্ডিতরা হলেন-দৌলতপুর উপজেলার জোয়াদ্দার পাড়া গ্রামের সেকেন্দার মোল্যার ছেলে মো. হানিফ মোল্যা (৩২), সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মণ্ডলের ছেলে আলী আকবর (৩২) ও সোনাইকান্দি গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে লালচাঁদ মণ্ডল (৩২)। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ নভেম্বর গভীর রাতে সোনাইকান্দি গ্রামের মানিক মিয়ার বাড়িতে একদল চোর চুরি করতে ঢোকে। এ সময় গৃহবধূ ছানোয়ারা বেগম তাদের দেখে ফেলায় চোরেরা তার গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করে। ছানোয়ারাকে হত্যা করতে দেখে ফেলায় ছেলে রাজকেও (৮) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘরের মধ্যে তাদের লাশ ফেলে বাড়ির প্রাচীর টপকে চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী পারভীনা খাতুন বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। কুষ্টিয়া জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ ইলিয়াস জানান, আসামিরা আদালতে দেওয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে ভিকটিমের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে ফেলায় মা ও ছেলেকে হত্যা করেছে বলে জবানবন্দি দেয়। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেয়। আরটিভি/এএএ/এস
কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
পদ্মা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ গ্রেপ্তার
দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক সভা 
দেশের প্রথম স্টেশন জগতি চালুর দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
দেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়া জগতির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইতিহাসের সাক্ষী, এক সময়ের জমজমাট এই রেল স্টেশনটি এখন অবহেলিত। শার্টল ট্রেন ছাড়া কোনো ট্রেনই এ স্টেশনে যাত্রা বিরতি করে না। শুক্রবার (১৫ নভেম্বর) প্রথম রেল স্টেশন জগতির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে নকশিকাঁথা ট্রেনের যাত্রাবিরতিসহ ছয় দফা দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছে। বিকেল পৌনে ৫টায় জগতি স্টেশনে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বিক্ষুব্ধ জনতা আটকে দেয়। এ সময় ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। রেলওয়ে কর্মকর্তাদের ট্রেন যাত্রাবিরতির আশ্বাসে আড়াই ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।  এর আগে স্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। দাবি আদায়ের আন্দোলনে যোগ দেওয়া রফিকউল আলম বলেন, এক সময় ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস হিসেবে পালন করা হতো। ২০১৯-২০-২১ এ আমরা রেল দিবস পালন করতে দেখেছি। এখন সেটাও করা হয় না। আমরা স্থানীয়রা এটা পালন করে আসছি।  এদিকে, রেলওয়ে কর্মকর্তার আশ্বাসের বাস্তবায়ন দেখা গেছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। জগতি স্টেশনে নকশী কাঁথা মেইল ট্রেন যাত্রা বিরতি করলে বিক্ষুব্ধ জনতা উল্লাস করেন।  রেলওয়ে কর্মকর্তা মাহবুবউল ইসলাম বলেন, ইতোমধ্যে আজ থেকেই নকশিকাঁথা মেইল ট্রেন এখানে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। প্রথম রেলস্টেশন হিসেবে স্থানীয়দের চাওয়া পাওয়া যৌক্তিক, যা পূরণের চেষ্টা করা হবে। আরটিভি/এএএ   
কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ৩ জন আটক
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে।  শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পে প্রেস ব্রিফিংএ এ তথ্য জানানো হয়। কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর বলেন, বৃহস্পতিবার গেল রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।  তিনি আরও বলেন, এ সময় জারিফ হাসান, জাহাঙ্গীর ও সোহাগের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, বেশকিছু গোলাবারুদ, ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে এসব অস্ত্র গোলাবারুদ রাখার দায়ে ৩ জনকে আটক করা হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। যা অব্যাহত থাকবে বলে সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলা দিয়ে আটককৃতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। আরটিভি/এমকে
সাবেক ভাইস চেয়ারম্যানকে পিটুনি, পুলিশে দিলেন ছাত্র-জনতা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জেলা শহরের মজমপুরগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৩ নভেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান। রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে করে রাসেলসহ দুজন শহরের মজমপুরগেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মোটরসাইকেল থামিয়ে রাসেলকে পিটুনি দেয় ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। ওসি শিহাবুর রহমান বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকেলে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুরগেট থেকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা দুএকটা কিলঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’ আরটিভি/এমকে-টি
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ১০
কুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদ সর্দার (৪৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে মোট ১০ জন।  রোববার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত তৌহিদ সর্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ, এলাকায় চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের বিরোধ চলে আসছিল। গতকাল গায়েন বংশের কয়েকজন ছেলে স্কুলে যাওয়ার পথে সর্দার বংশের লোকজন তাদের মারধর করে। আজ সকালে সর্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গায়েন বংশের লোকজন তাদের ওপর গুলিবর্ষণসহ হামলা চালিয়ে পালিয়ে যায়। হামলার ঘটনায় তৌহিদ সর্দারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ ১১ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তৌহিদ সর্দার মারা যায়। বাকিরা চিকিৎসাধীন রয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  আরটিভি/এফআই
কুষ্টিয়া শিশু পরিবার থেকে ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক) থেকে শিক্ষার্থী নিখোঁজ ও নির্যাতনের অভিযোগে ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  শনিবার (৯ নভেম্বর) রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সরকারি শিশু পরিবার পরিদর্শন করার সময় এ তথ্য নিশ্চিত করেন। বরখাস্ত কর্মীরা হলেন- ওই প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেন। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, শিশুদের অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনেছি। এখন কাগজে-কলমে যাচাই করে দেখা হবে। এ ছাড়া নিখোঁজ রাইয়ান হোসেন রিজভীকে (১২) খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। সাময়িক বরখাস্তের বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ শেখও নিশ্চিত করে বলেন, তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন, শুভংকর ভট্টাচার্য ও প্রবেশন অফিসার আতাউর রহমান কমিটিতে রয়েছেন। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আব্দুল লতিফ বলেন, প্রাথমিকভাবে অভিযুক্ত দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এমকে
সংস্কারে সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের জন্য এই সরকারকে আমরা যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সময়টুকু।  শুক্রবার (৮ নভেম্বর) কুষ্টিয়ায় সদস্য রোকন সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন।  গোলাম পরওয়ার বলেন, সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন অবস্থা আসলেই ভোট দিতে বলেছি আমরা। আমরা স্পষ্ট করে বলেছি না খুব দ্রুত না খুব লং। আর নির্বাচনের তফসিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইস্তেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে। জামায়াত সেক্রেটারি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্ত ছিল। অপরাধী, খুনি, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টার মাইন্ড ছিল ফ্যাসিবাদ শাসক শেখ হাসিনা। কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধ প্রবণতা একশ ভাগ বিদায় হয়নি। এখনও ছোটখাটো কিছু অপরাধ হচ্ছে। আমর এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি।  তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষের কল্যাণ থাকবে।  দুপুর ১২টায় কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি, অডিটোরিয়ামে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন। সম্মেলনে কুষ্টিয়াঞ্চলের জামায়াতের রুকন সদস্যরা উপস্থিত ছিলেন। আরটিভি/এএএ/এসএ