• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo
জেলের জালে ধরা পড়ল কুমির, অতঃপর...
বিয়ের দাবিতে প্রকৌশলীর অফিসে অনশনে নৃত্যশিল্পী
কুষ্টিয়া উপবিভাগীয় সড়ক প্রকৌশলীর কার্যালয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক নৃত্যশিল্পী। সোমবার সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সড়ক উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়িচালক রাব্বির সঙ্গে বিয়ের দাবিতে ওই নারী অবস্থান করছেন।  মঙ্গলবারও (২৪ ডিসেম্বর) তাকে ওই নারীকে অনশনে বসে থাকতে দেখা যায়। এ নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি বুঝে অফিস ছেড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, রাব্বি আহমেদ ইমরান উপবিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়িচালক। রাব্বি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। অভিযোগকারী নারী কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন নৃত্যশিল্পী। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আমরা দেখতে পাই একজন নারী সড়ক অফিসে বিয়ের দাবিতে অবস্থান করছেন। তার সঙ্গে কথা বলে জানতে পারি, গাড়িচালক রাব্বির সঙ্গে দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ওই নারী বলেন, আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে থাকি। রাব্বির সঙ্গে একটি অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমরা স্বামী-স্ত্রীর মতো থেকেছি। বিয়ের প্রলোভনে এতদিন সম্পর্ক রাখলেও এখন আমি বিয়ে করতে রাজি না। রাব্বি আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো। তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে রাজি না। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা তালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করবো। তা না হলে আমি আত্মহত্যা করবো। এ বিষয়ে কথা বলার জন্য গাড়িচালক রাব্বি আহমেদ ইমরান ও উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের অফিসে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। আরটিভি/এমকে
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের মায়ের অনশন
পদ্মা নদীর বালুঘাট দখলে নিতে তাণ্ডব, গুলি ও ককটেল নিক্ষেপ
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ
কুষ্টিয়া মুক্ত দিবস পালিত
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শনসহ জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হয়েছে।  বুধবার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া কালেক্ট্ররেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়।  কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। এরপর জেলার মুক্তিযোদ্ধারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসক বলেন, প্রয়োজনীয় স্মৃতি সংরক্ষণ করা হবে। আর পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। উল্লেখ্য, আজ ১১ ডিসেম্বর, বহু আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা শত্রু মুক্ত হয়।  আরটিভি/এএএ 
গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিডিআর ও ছাত্রজনতা হত্যার আসামি শেখ হাসিনা। আইন অনুযায়ী তার বিচার হবে। আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধভাবেই আমরা তা মোকাবিলা করব। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ায় দলীয় একটি সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  আমান উল্লাহ আমান বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে। কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল ইউনিট সমূহের কাউন্সিল নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।  বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদী আহম্মেদ রুমী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাক উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ। এ সময় কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতবিনিময় সভায় অংশ নেয়। আরটিভি/এএএ/এস
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার
‘দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছেন দুই নারী’ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ার কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী জুতা হাতে ট্রাফিক পুলিশের সদস্যকে মারধর করছেন। মারধরে তার সঙ্গে যোগ দেন আরেক নারী। মারধর করে ওই দুই নারী ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে, সোমবার সকালে মসজিদের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। স্থানীয়রা বলেন, ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ কনস্টেবল। সেখান থেকেই শুরু হয় তর্ক-বিতর্ক। স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই নারীর সাথে থাকা শিশুকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাফিক পুলিশের দিকে তেড়ে এসে প্রথমে একজন ধাক্কা দেয়। এরপর আরেকজন ট্রাফিক পুলিশের মুখে জুতা দিয়ে আঘাত করে। তারপর তাদের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা ঠেকালে ওই দুই নারী চলে যায়। এদিন বিকেলে ওই পুলিশ সদস্য বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। এজাহারে ওই দুই নারীর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে পরিচয় শনাক্ত করার পর শহরের থানাপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী সোহানা ইসলাম (৪৪) ও হাউসিং বি ব্লকের বাসিন্দা রিপন হোসেনের স্ত্রী সানজিদা আক্তার শান্তা (৩৯) গ্রেপ্তার করে পুলিশ। শান্তার স্বামী রিপন জানান, সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা প্রথমে তাকে দোকান থেকে তুলে নেন। পরে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘একজন মুরব্বি (বয়োজ্যেষ্ঠ) ট্রাফিক সদস্য ডিউটি করছিলেন। ট্রেন চলে আসায় লেভেল ক্রসিংয়ের বার নামিয়ে দেওয়া হয়। সে সময় একজন নারী রেলপথ পার হওয়ার চেষ্টা করলে ওই পুলিশ সদস্য বাধা দেন। প্রথমে ওই নারী অকথ্য ভাষায় গালি দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরে আরেক নারীকে সঙ্গে নিয়ে এসে পুলিশ সদস্যকে মারধর করেন।’ আরটিভি/এসএপি
কুষ্টিয়া সীমান্ত থেকে অস্ত্রসহ যুবক আটক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।  আটক জুয়েল উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে চরচিলমারী বিওপির টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থানে অভিযান পরিচালনা করে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।  আরটিভি/এএএ 
ড্রেনে পড়ে ছিল লুট হওয়া অস্ত্র, উদ্ধার করলেন ক্লিনার
কুষ্টিয়ায় নালা থেকে পরিত্যক্ত অবস্থায় মডেল থানার লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের ঈদগাহপাড়া এলাকায় আফসার উদ্দিন মাদরাসার পেছনের নালা থেকে এটি উদ্ধার করা হয়। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অস্ত্রটি উদ্ধার করেন। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী মনিরুদ্দীন ভাষা বলেন, সকালে মাদরাসার পেছনে আমি ড্রেন পরিষ্কার করছিলাম। এ সময়ই ড্রেনের ময়লা পানির মধ্যে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে সেটি ড্রেন থেকে উঠিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্ত্রটি নিয়ে গেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব গণমাধ্যমকে বলেন, লুট হওয়া অস্ত্রটি ড্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পৌরসভার ক্লিনার ড্রেন পরিষ্কার করতে গিয়ে অস্ত্রটি দেখতে পায়। আমাদের পুলিশের শটগান এটি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে থানা থেকে অনেক অস্ত্রই লুট হয়ে যায়। এ পর্যন্ত কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনো অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’ প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন শেখ হাসিনা। গণ-অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানের মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কুষ্টিয়া মডেল থানা। সে সময় থেকে কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ সদর পুলিশ ফাঁড়িতে চলছে। আরটিভি/এএএ/এস