• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo
মুদি দোকানের শাটারে ঝোলানো বোমাসদৃশ বস্তু, আতঙ্কে এলাকাবাসী
‘আ.লীগ লুটপাট করে দেশের সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে’
আওয়ামী লীগ লুটপাট করে দেশের সবকিছু ফাঁকা করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।  রোববার (২২ ডিসেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী হাইস্কুল ফুটবল মাঠে কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  তিনি বলেন, দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিল। এই সরকারকে ফেলে দেওয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে। কোনো সময় আনসার লীগ, রিকশা লীগ, গার্মেন্টস শ্রমিক লীগ, ইসকন লীগ সেজে মাঠে নামছে তারা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মোবারক হোসাইন বলেন, আমরা বলব, আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন। এরা যেন আর মাথাচাড়া দিতে না পারে। নির্বাচন প্রসঙ্গে এই জামায়াত নেতা বলেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন। যে নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন। এই নির্বাচনের আয়োজন করতে পারবেন নবগঠিত নির্বাচন কমিশন। এই আশা আমাদের আছে। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিষয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশের মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। কারণ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না সে ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে। ব্যাংকে কোনো টাকা নাই। দেশের মানুষ কষ্টে রয়েছে। জিনিসের দাম ঊর্ধ্বগতি। বাজার করতে গেলে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে আওয়ামী লীগ। সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমির মো. রবিউল ইসলাম, সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল। আরটিভি/এমকে-টি
মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু 
মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত 
ভাষাসৈনিক গোলাম কাওসার আর নেই
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব কামরুল
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আংশিক এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সাত সদস্য বিশিষ্ট এ কমিটিতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ আহাম্মদকে যুগ্ম-আহবায়ক এবং মাসুদ অরুণ ও আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে। এ বিষয়ে জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি যথাযথভাবে তার সে নির্দেশনা বাস্তবায়ন করবে। বিএনপির সবাইকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে জেলা পর্যন্ত সবগুলো কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে। উল্লেখ্য, মেহেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক কমিটিতে সাবেক এমপি মাসুদ অরুণ সভাপতি এবং সাবেক এমপি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক ছিলেন।  আরটিভি/এমকে
মেহেরপুরে চড়া দামেও মিলছে না টিএসপি ও ডিএপি সার
মেহেরপুরের চাষিরা কাঙ্ক্ষিত পরিমাণে পাচ্ছেন না টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও ডিএপি (ডাই এ্যামোনিয়াম ফসফেট) সার। ডিলার ও সাব ডিলার পর্যায়ে সার সংকটের কথা বলা হলেও বেশি টাকা দিলেই পাওয়া যাচ্ছে সার। সার সংকটের ক্ষেত্রে বিএডিসি ডিলারদেরকে দায়ী করেছেন কৃষকরা। সার উত্তোলন ও বিক্রির ক্ষেত্রে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে কাল বাজারে বিক্রির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। সার সংকটের বিষয়ে কৃষি অফিসারের ওপর দায় চাপিয়েছেন বিএডিসি। তবে সার সংকট নেই বলে জানিয়েছেন কৃষি অফিস। অনুসন্ধানে পাওয়া গেছে বিচিত্র সব তথ্য। গাংনী উপজেলার নওপাড়া বাজারে সাজেদুর রহমানের মালিকানায় বিশ্বাস ট্রেডার্স নামে বিএডিসির লাইসেন্সধারী একটি প্রতিষ্ঠানের ঠিকানা থাকলেও সেখানে নেই গুদাম এবং সার বিক্রির দোকান। গেল নভেম্বর মাসে এই প্রতিষ্ঠান বিএডিসি থেকে ১৬.২৫ মেট্রিক টন টিএসপি এবং ১৭.২৫ মেট্রিক টন এমওপি সার উত্তোলন করেছেন। অথচ নওপাড়া গ্রামের কোন চাষি তার কাছ থেকে সার পাননি বলে অভিযোগ রয়েছে।    নওপাড়ার চাষি জামিরুলসহ কযেকজন জানান, বিশ্বাস ট্রেডার্স বিগত ১০ বছরেও এখানে কোন সার বিক্রি করেনি। স্থানীয় বাজারে দোকান দেখিয়ে লাইসেন্স নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। এ ডিলার তার লাইসেন্স অন্যকে দিয়ে অন্য জায়গাতে ব্যবসা করান। বিনিময়ে একটা লাভ্যংশ পান তার কাছ থেকে। কৃষি অফিস কোন পর্যবেক্ষণ করেন না।  এদিকে চাষিদের অভিযোগের সত্যতা মিলেছে বিএডিসি ডিলার সাজেদুর রহমানের পিতা সৈয়দ আলীর কথায়। তিনি বিষয়টি স্বীকার করে জানান, লাইসেন্সটি অন্যের কাছে লীজ দেয়া হয়েছে। সেখান থেকে কিছু কমিশন পান। শুধু বিশ্বাস ট্রেসার্ড নয়, এর মত জেলার বিএডিসি লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠান কাগজে কলমে সার উত্তোলন ও বিক্রির হিসেব দেখালেও বাস্তবে তাদের কোন অস্তিত্ব পাওয়া যায় নি। নিজে বিনিয়োগ না করে সার বরাদ্দের কাগজ অন্য জায়গায় বিক্রির মাধ্যমে বিনা পুঁজিতে কিছু টাকা হাতিয়ে নিচ্ছেন এসব ডিলাররা। ফলে সার সংকট আর সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দরে সার বিক্রির কারসাজি শুরু হচ্ছে এখান থেকেই।  মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় বিএডিসি ডিলারের সংখ্যা মোট ১০০ জন। নভেম্বর মাসে এ সকল ডিলাররা বিএডিসি থেকে টিএসপি ১ হাজার ৫৬৭ মেট্রিক টন এবং ১ হাজার ৫১৭ মেট্রিক টন এমওপি সার উত্তোলন করেছেন।  একইসঙ্গে আমদানীকারকদের কাছ থেকে বিসিআইসির ৩৫ জন ডিলার ডিএপি সার তুলেছেন ১ হাজার ৭৩৫ মেট্রিক টন। চলতি ডিসেম্বর মাসে জেলার ১ হাজার ১৮১ মেট্রিক টন টিএসপি, ১ হাজার ৪৪২ মেট্রিক টন ডিএপি এবং ১ হাজার ৫২৭ মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দেয় সরকার। বরাদ্দের এই সারগুলো ডিলারদের মাধ্যমে জেলায় আসতে শুরু করেছে তবুও সার সংকট কমছে না।  অনুসন্ধানে দেখা গেছে, তালিকাভুক্ত ডিলাররা সার উত্তোলন করলেও চাষিরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত পরিমাণ সার। মাঠ পর্যায়ে আলু, গম, শীতকালীন সবজি ও ভুট্টাসহ রবি ফসল আবাদের ভরা মৌসুমে সার সংকটে ভুগছেন কৃষকরা। এতে দেশের খাদ্যে জোগানের প্রধান মৌসুম রবিতে এবার ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।  ধানখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ বলেন, সময়মত সারের জোগান দিতে না পারলে চাষিরা ক্ষতিগ্রস্তের পাশাপাশি দেশের সার্বিক খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে।  পূর্ব মালসাদহ গ্রামের হালিম ও সাহারবাটি গ্রামের হাসিবুল জানান, মাথার ঘাম পায়ে ফেলে দেশের মানুষের খাদ্য জোগান দিয়ে থাকেন কৃষকরা। সময়মত সারের জোগান দিতে না পারলে চাষিরা ক্ষতিগ্রস্তের পাশাপাশি দেশের সার্বিক খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। তাই দ্রুত এ সমস্যা সমাধান করে নিরবচ্ছিন্ন সার প্রাপ্তিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বিএডিসির সার ডিলারদের কারসাজি বিষয়ে জানতে চাইলে বিএডিসি কুষ্টিয়ার সহকারী পরিচালক মহিউদ্দীন মিয়া দায় চাপালেন কৃষি অফিসের ওপর।  তিনি জানান, একজন ডিলার সার তুলে বিক্রির পর কৃষি অফিস থেকে প্রত্যয়ন নিয়ে আসেন। ডিলারের দোকান, গুদাম আছে কি না এবং সার সঠিকভাবে কৃষকদের কাছে বিক্রি করেছেন কি না তার প্রত্যয়ন দেয় কৃষি অফিস। এ প্রত্যয়ন সাপেক্ষে তাদের পরবর্তী মাসের সার বরাদ্দ দেওয়া হয়।  এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার।  আরটিভি/এএএ 
মেহেরপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
অসাধু ব্যবসায়ীদের কারণে পেঁয়াজ ও আলুর দাম বৃদ্ধিসহ আইনে নিষিদ্ধ খোলা ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।  সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। ভোক্তা অধিকার রক্ষা করার দাবি জানিয়ে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকসহ ক্যাব নেতৃবৃন্দ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ক্যাব সদস্য ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত, ক্যাব গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম, প্রভাষক রফিকুল আলম বকুল ও ক্যাব সদস্য প্রদীপ ও দিলারা জাহান প্রমুখ। এই কর্মসূচিতে ক্যাব সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আরটিভি/এমএ  
আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ও তার আত্মীয়-স্বজন। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না সেটি জনআকাঙ্ক্ষার ওপর নির্ভর করবে। আইনি প্রক্রিয়ায় খুনি শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করা হবে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মেহেরপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  গোলাম পরওয়ার বলেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে। ইসলামী আন্দোলনের দলগুলোসহ সব দলের সঙ্গে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে, তাদের সঙ্গেই জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত।  নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ন্যূনতম সংস্কারের পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন হবে। তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা মুশকিল। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই জাতীয় নির্বাচন হতে পারে।  সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।  তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত ১৫ বছর যাবৎ দেশের নাগরিকদের ভোট দিতে দেয়নি। তারা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সর্বাগ্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার হওয়া প্রয়োজন। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনআকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাবে।  জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন, মেহেরপুর জেলা নায়েবে আমির মাহবুবুল আলম, সেক্রেটারি ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।  আরটিভি/আইএম/এস
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
মেহেরপুরের মুজিবনগরে ময়েন উদ্দিন (৩৫) নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যতারপুর গ্রামে এ অভিযান চালানো হয়। আটক ময়েন উদ্দিন যতারপুর গ্রামে জমির বিশ্বাসের ছেলে। মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই ময়েন উদ্দিন। ‌ অভিযান সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ময়েন উদ্দিনকে আটক করে। এ সময় নিজ গ্রামের মাঠে পান বরজের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি বন্দুক এবং দুই রাউন্ড গুলির সন্ধান দেয় আটক ময়েন উদ্দিন। অস্ত্র গুলিসহ রাতেই তাকে মুজিবনগর থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ময়েন উদ্দিনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ওই মামলার আসামি হিসেবে বুধবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। আরটিভি/এএএ
মেহেরপুর মোনাখালি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৮ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজুর রহমান মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে। র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়। সন্ত্রাস বিরোধী আইন দায়েরকৃত ওই মামলার আসামি হিসেবে মফিজুর রহমানকে আটক করা হয়েছে।  র‍্যাব কমান্ডার জানান, মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।