• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
রাজশাহীতে সমন্বয়ক পরিচয়ে ছাত্রকে জিম্মি, আটক ৩ 
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলা উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম। স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে কলেজ রোডের বিপরীত পাশে উপজেলা উপ-কর কমিশনের সামনে রোড ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৬৫ বছর) এক ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হন। মরদেহের ওপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ায় বাহ্যিকভাবে নিহত ব্যক্তিকে দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থায় নেই।  স্থানীয়রা আরও জানান, নিহত বৃদ্ধ ব্যক্তি রোড ডিভাইডার পার হওয়ার সময় কোনো একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিহত হয়েছেন।  শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল ইসলাম বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে/এস
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর 
সিরাজগঞ্জে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
বগুড়ায় খাসির মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ২
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে আমরা সবাই একাত্মা: আইজিপি
নওগাঁ প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্যসচিব জয়
নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।   নোটিশে নাছিমুল হক বুলবুল (ডেইলি ইন্ডাস্ট্রি) আহ্বায়ক, আসাদুর রহমান জয় (এনটিভি/আমাদের সময়/ ইউএনবি) সদস্য সচিব, মো. আবু বকর সিদ্দিক (মাই টিভি/ভোরের কাগজ) সদস্য, এম আর ইসলাম রতন (প্রতিদিনের বাংলাদেশ/একুশে টিভি) সদস্য এবং একে সাজু (ডিবিসি নিউজ) কে সদস্য করা হয়েছে।   সভাপতি আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি প্রেসক্লাবে বিভিন্ন অনিয়মসহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ায় সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। পেশাদার বেশ কিছু সাংবাদিক প্রেসক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এ নিয়ে প্রশাসনসহ সব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। আজ থেকেই আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সব সদস্যকে নতুন আহ্বায়ক কমিটিকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সভাপতি। আরটিভি/এএএ   
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারাল হাসুয়া উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- জেলার মান্দা উপজেলার চকজামদই মুচিপাড়া এলাকার আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯), চকজামদই এলাকার লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬), বনসেতর এলাকার মনির উদ্দিন শেখের ছেলে সোলাইমান আলী (৩৮), গৌড়রা বৌদ্দপুর এলাকার মাসুদ রানা সর্দারের ছেলের সাগর হেসেন (১৯), বন্দীপুর এলাকার মাসিদুল মাসুদ রানার ছেলে রুবেল সর্দার (২৮), নিয়ামতপুর উপজেলার জিনারপুর (সাবিলপুর) এলাকার রিপন আলী (৩০) ও মহাদেবপুর উপজেলার চককন্দর্পপুর এলাকার জিলুর রহমানের ছেলে সাগর হেসেন (১৯)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৯ ডিসেম্বর রাতে মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের একটি বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন ও নগদ টাকা ডাকাতি করে। এ সময় তারা গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে একটু দূরে ফাঁকা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হলে জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালায়। একপর্যায়ে সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের আদালতে প্রেরণ করা হলে তাদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আরটিভি/এএএ   
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।  সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় দায়েরী মামলায় তাদেরকে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির সোনাউল্লাহর ছেলে মো. এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মো. নজরুল, সুজানগর থানার নয়নামতি গ্রামের মৃত নাছির উদ্দিন নেছার উদ্দিনের ছেলে মো. আবুল হাসেম ও পাবনা জেলার জয়গ্রামমের মো. নজরুল ইসলামের ছেলে মো. হাসান আলী প্রামাণিক।  মামলা সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুরস্থ সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে উপজেলার বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশে বের হন। বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন বেলা সোয়া ১২টার দিকে বাড়াবিল গ্রামের বড় ব্রিজের উত্তর পার্শ্বে রাস্তার উপর অটোভ্যান রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা ৩টি মোটরসাইকেলে এসে ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলামকে ঘিরে ধরে আসামিরা তাদের হাতে থাকা পিস্তল তার মাথায় ঠেকিয়ে ও আরেকজন শাটারগান বুকে ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং অন্যান্য আসামিরা তাকে কিলঘুষি মেরে তার শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে থাকা কিস্তির নগদ ১ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়।  এ সময় ফিল্ড অফিসার মো. আশরাফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এসে আসামিদেরকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে এম রাকিবুল হুদা ঘটনাস্থলে পৌঁছে আসামিদেরকে হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-অ ধারায় মামলা দায়ের করেন। আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১০ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘদিন সাক্ষ্য সমাপ্তি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। আরটিভি/এএএ-টি   
দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র: রিজভী
দিনের ভোট রাতে হবে, এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর নওদাপাড়া এলাকায় শহীদ জিয়া শিশু পার্কের সামনে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, দিনের ভোট রাতে হবে, মিড নাইট নির্বাচন; এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। তার গণতন্ত্র হচ্ছে, নির্বাচনের সময় বিরোধী দলের সব নেতাকর্মীকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। তিনি বলেন, ভোটকেন্দ্রে চতুষ্পদ জন্তুর বিচরণ ছিল। সেখানে মানুষ বা ভোটাররা যাননি৷ এটা হচ্ছে হাসিনার গণতন্ত্রের নমুনা। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে আহাদের মতো শিশু, আবু সাঈদ ও মুগ্ধের মতো তরুণদের হত্যা করেছে। এতো এতো মাসুম বাচ্চা ও তরুণকে হত্যা করে তিনি তার রাজসিংহাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছেন।  আরটিভি/এমকে/এস
সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতির কুশপুত্তলিকা দাহ
আওয়ামী লীগ নেতাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বগুড়া সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির পক্ষে এবং বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তার বহিষ্কারের দাবিতে উপজেলা বিএনপির একাংশ কুশপুত্তলিকা দাহ করেছে তার। অপরদিকে এ ঘটনার প্রতিবাদে পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছেন। গত কয়েক দিন আগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির বিরুদ্ধে। এ অভিযোগে উপজেলা বিএনপির একাংশ দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে। সেদিনই একটি বিক্ষোভ মিছিল উপজেলার পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির কুশপুত্তলিকা দাহ করা হয়।  এ সময় পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মমিন আকন্দ, বিএনপি নেতা একে এম মাছুদুর রহমান রিবন প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভুট্টা মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।  এ দিকে এ ঘটনার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বিক্ষোভ সমাবেশে পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি লাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, সোহেল রানা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান শোভন, নিলয় হাসান সাকিব প্রমুখ। এ ঘটনায় পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে আবারও প্রতিবাদ সভার ডাক দেয় পৌর বিএনপি। এ বিষয়ে সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি বলেন, ‘কোনও আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে আমি থানায় কোনো মুচলেকা দিইনি। মাদকসেবী কিছু নেতাদের পৌর কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত এ কাজ করা হয়েছে।’ আরটিভি/এমকে/এস
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার আর নেই। সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার। তিনি বলেন, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তিনি আরও বলেন, ড. পুরনজিত মহালদারের মরদেহ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে রাখা হয়। তার বন্ধু, শুভানুধ্যায়ী, সহকর্মী, শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হয়েছেন। আরটিভি/এমকে/এস