• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটে জব ফেয়ারের মাধ্যমে প্রবাসী কর্মী নির্বাচন
জয়পুরহাটে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২০ নভেম্বর) সকালে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা এবং জব ফেয়ারের আয়োজন করা হয়। বাংলাদেশ ওভারসিজ এম্পলমেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়াসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। এসময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শওকত আলী বলেন, বোয়াসেল নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে। অন্যথায় অতিরিক্ত টাকা দিয়ে দালালের খপ্পরে পড়ে কেউ আমরা প্রবাসে যাব না। এতে আর্থিক এবং জীবনের ঝুঁকি থাকে।  কর্মশালায় ফেন্সি, বুলিসহ জেলার তিন শতাধিক বিদেশ গমনে ইচ্ছুক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।  আরটিভি/এএএ   
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রকাশ্যে কুপিয়ে হত্যা 
নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর মরদেহ মিলল পুকুরে
৩ শতাংশ জমির জন্য বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
অগ্নি নির্বাপক যন্ত্রের বিস্ফোরণ, ফায়ার সার্ভিসের গাড়ি চালকের মৃত্যু
ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে চাটমোহর স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে সিঙের জোলা ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ব্রিজ থেকে নদীতে পড়ে যান। তীব্র স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় কৃষকরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস গণমাধ্যমকে বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে জানানো হয়েছে। আরটিভি/এএএ
ডাকাতি রুখতে সবার সহযোগিতা প্রয়োজন: ডিআইজি আলমগীর
রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান বলেছেন, বর্তমানে পুলিশের কার্যক্রমের স্থবিরতা অনেকটাই কেটে গেছে। পুলিশি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বর্তমানে অনেকটাই সজাগ অবস্থানে রয়েছে। এর জন্য সব দল ও সাধরণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিআইজি আলমগীর বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আরটিভি/এমকে/এস
ব্যবসায়ী সুমন হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ
নওগাঁর পত্নীতলায় ব্যবসায়ী সুমন হত্যার খুনিদের ফাঁসির দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্ত্বরে ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন।  এ সময় অন্যান্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলন, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পত্নীতলার মারুফ মোস্তফা প্রমুখ।  সমাবেশে সুমন হত্যার খুনিদের ফাঁসির দাবি জানানো হয়। হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড থেকে বণিক কমিটির উদ্যোগে একই স্থানে সুমন হত্যার বিচারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। সুমন নজিপুর মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে।  গত রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে সুমনকে খুন করা হয়েছে অভিযোগে সুমনের বোন মৌসুমী বাদী হয়ে বুলবুল ইসলাম নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাত ৯ থেকে ১০ জনকে আসামি করে সোমবার (১৮ নভেম্বর) রাতে পত্নীতলা থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সুমন হোসেন ও বুলবুল ইসলামের মধ্যে টাকা পয়সা নিয়ে পূর্বথেকেই বিরোধ চলছিল। বুলবুলের কাছে সুমন সুদের ওপর ৭০ হাজার টাকা ধার করেন। ১ হাজার টাকায় প্রতিদিন ২০ টাকা হিসেবে ১ লাখ ৪০ হাজার টাকা দিয়েছেন। ফাঁকা স্ট্যাম্প ও চেকের ভয় দেকে মোট ৭ লাখ টাকা আদায় করে বুলবুল ইসলাম। এরপরও সুমনের কাছে ৮ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মামলা হামলার ভয়ভীতি এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। সুমন মান সম্মানের ভয়ে তার চাহিদা মতো টাকা দিতে সম্মত হয়।  ঘটনার দিন বুলবুলকে টাকা দেওয়ার জন্য সুমন মহাদেবপুর থেকে ১০ লাখ টাকা নিয়ে সিএনজি করে নাদৌড় মোড়ে নামলে আগে থেকে সেখানে অবস্থান করা কিছু লোক সুমনকে অনুসরণ করা শুরু করে। সুমন বাঁচার তাগিদে পালিয়ে একটি জঙ্গলে লুকিয়ে তার ফেসবুক আইডিতে লাইভ করে ঘটনার বর্ণনা দেন। পরে তার চাচাতো ভাই রুবেলের মোবাইলের মেসেঞ্জারে ফোন দিয়ে তাকে নাদৌড় রাস্তার ওপর আসামিসহ ৯ থেকে ১০ জন টাকার ব্যাগ নেওয়ার জন্য খোঁজাখুঁজি করছেন বলে জানান।  তৎক্ষণাৎ রুবেলসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখেন নাদৌড় সড়কের নাপিত পকরা থেকে ৩০০ গজ পূর্বদিকে রাস্তার পাশে কাঁঠাল গাছে সুমনকে মেরে দুর্বৃত্তরা ঝুঁলিয়ে রেখে গেছে। নিচে একটি চাকু পড়ে আছে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সমাবেশে সুমনের বোন মৌসুমী বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। বৈষম্যবিরোধী আন্দোলনের মারুফ মোস্তফা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে আসামি আটক না হলে ছাত্র-জনতা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন।   পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, এটি একটি আলোচিত ঘটনা। এটি নজিপুর বা পত্নীতলা নয়, সারাদেশে আলোচিত ঘটনা। এ ঘটনায় আপনাদের সঙ্গে আমরাও মর্মাহত। যে মারা গেছেন সুমন তার বোন থানায় একটি এজাহার দায়ের করেছেন, সেই এজাহারের প্রেক্ষিতে একটি নিয়মিত হত্যা মামলা রুজু করেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের খুব দ্রুত আইনের আওতায় আনবো।  পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি যেন জেলা প্রশাসনের মনিটরিং সেল থেকে যেন নিয়মিত মনিটর করা হয় সেই অনুরোধ করছি। আর একটা বিষয় এখানে যে সুদের কারবার যে কারণে এ ঘটনাগুলো ঘটছে। সমবায়ের যতগুলো কোঅপারেটিভ সোসাইটি আছে সবগুলো দেখবো। তাদের কার্যক্রম সঠিক আছে কি না, আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবো। আমরাও সঠিক বিচার চাই। আরটিভি/এমকে
গ্রহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা, ভুক্তভোগীদের মানববন্ধন
নওগাঁর বন্ধু মিতালি ফাউন্ডেশনের এমডি নাজিম উদ্দিন তনু গ্রাহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তার ঘটনায় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।  মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোর শহিদ মিনার চত্বরে প্রায় ২ শতাধিক ভুক্তভোগী পরিবার মানববন্ধন করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ মইনুম গ্রামের জাহানার বেগম। তিনি ভিক্ষা করে সংসার চালান। ৫ বছর আগে মায়ের বাড়ি থেকে পাওয়া এক কাঠা জমি বিক্রি করে আড়াই লাখ টাকা বন্ধু মিতালি ফাউন্ডেশনের কাছে জমা রেখেছিলেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে তার স্বপ্ন যেন ভেঙে চুরমার করে গ্রাহকদের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন বন্ধু মিতালি ফাউন্ডেশনের এমডি নাজিম উদ্দিন তনু। কান্নাজড়িত কণ্ঠে জাহানারা বলছিলেন তার কথা। তারই মতো ধানের চাতালের শ্রমিক মাসুদা। স্বামী মারা গেছে বহুদিন আগে। এরপর শেষ অবলম্বন ছেলেও রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তিনি ধানের চাতাল এবং মানুষের বাড়িতে কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছিলেন বন্ধু মিতালি ফাউন্ডেশনের কাছে। রানীনগর উপজেলার বেদগাড়ী ভবানীপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী এক বাবা তার দুই ছেলেকে দেশের বাহিরে পাঠিয়েছেন প্রায় ১০ বছর আগে। দুই ছেলের পাঠানো প্রায় ৬০ লক্ষ টাকা ৪ মাস আগে সমিতিতে রেখেছিলেন। হঠাৎ পালিয়ে যাওয়ায় টাকার শোকে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায় তাকে। কি জবাব দিবে তার দুই ছেলেকে। এমন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য নাওয়া-খাওয়া প্রায় ছেরে দিয়েছেন তিনি। এ সময় শারমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমামুল হক, আব্দুল জলিল, সামসুর রহমান, নাসরিন আক্তার, মাসুদা, মনসের, জনাব সহ প্রায় দুই শতাধিক ভুক্তভোগী পরিবার। জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম জানান, নওগাঁতে সাড়ে ৪০০টির মতো ঋণদানকারী সমিতির কার্যক্রম বর্তমানে চলমান আছে। যেগুলো সমবায় সমিতি সম্প্রতি গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।  গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এসব সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত, নওগাঁ প্রতি মাসে দুএকটি করে সমবায় ও ঋণদান সমিতি লাপাত্তা হবার ঘটনা ঘটেছে। চলতি বছর ৮টি সমবায় ও ঋণদান সমিতি লাপাত্তা হয়ে প্রায় হাজার কোটি টাকা নিয়ে গেছে। এতে নিঃস্ব হয়েছে হাজারও পরিবার। আরটিভি/এমকে
হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬তলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মামুনুর রশিদ (৩৮)। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চত্বরে এ ঘটনা ঘটে। মামুনুর রশিদ বগুড়া সদরের তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন।  এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় মামুনুর রশিদ নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। সোমবার রাত ১০টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারও হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের কলহ চলছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। আরএইচ/এমএস/এস
সারদায় এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত
রাজশাহীর সারদায় দ্বিতীয় দফায় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও। সোমবার পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।  মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করা হয়েছে। জানা যায়, রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপালকে এ ব্যাপারে অনুলিপি পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং ১) মহিউল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বর্তমানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ সর্বমোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এ দিকে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিতকরণ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং ২), মোছা. শেহেলা পারভীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আগামী ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণবশত উক্ত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। আরটিভি/এমকে