• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
প্রেমিকের মৃত্যুর খবরে প্রেমিকার আত্মহত্যা
হেনরী ও তার স্বামী লাবুর বিরুদ্ধে দুদকে ২ মামলা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক এমপি (সিরাজগঞ্জ-২) জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের দায়ে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ ও শাহ আলম সেখ বাদী হয়ে মামলা দুটি করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল আলম সরকার। এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট। অনুসন্ধান শেষে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের তথ্যপ্রমাণ পায় দুদক। প্রায় দেড় দশক আগে সাবেক এ সংসদ সদস্যের বার্ষিক আয় ছিল এক লাখ ২২ হাজার এবং ব্যয় ছিল ৮০ হাজার টাকা। তখন তার সম্পদের পরিমাণ ছিল ছয় লাখ ৩৪ হাজার ৫০০ টাকার। এখন তার সম্পদ বেড়ে হয়েছে ৫৬ কোটি আট লাখ ৯৫ হাজার ৬০২ টাকা। হেনরীর সম্পদের বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। ২০০৮ সাল থেকে গত প্রায় সাড়ে ১৫ বছরে হেনরীর সম্পদ ৮৮৪ গুণ বেড়েছে। একই সময়ে তার স্বামী শামীম তালুকদার লাবুর সম্পদ বেড়েছে ১৩৬ গুণ। সিরাজগঞ্জে হেনরী ও তার স্বামীর ১৬টি বাড়ি, দুটি রিসোর্ট, একটি গরুর খামারসহ কয়েক হাজার শতাংশ কৃষি ও অকৃষি জমি রয়েছে। হেনরীর রয়েছে অন্তত ৯টি বিলাসবহুল গাড়ি। ঢাকার মিরপুরে ফ্ল্যাট ও জমি আছে। আছে ১০০ ভরি স্বর্ণালংকার। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেনরী সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন ও তার স্বামী শামীম তালুকদার লাভু জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আরটিভি/এমকে
বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
বিপাকে ২৫টি গ্রাম, ৭ কোটির ব্রিজ রেখে চম্পট ঠিকাদার!  
বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি
৩৩ লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক ১
জুতার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ৩৩৪ গ্রাম হেরোইন পাচারের সময় মোরছালিম (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রিয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৩৮০ টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর (নতুনপাড়া) গ্রামের ফরজেন আলীর ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভিতরে অভিনব কায়দায় হেরোইন পাচার হচ্ছে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকরা হেরোইনের বাজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারে ব্যবহৃত চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এএএ   
ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ, ২৮ লাখ টাকা ছিনতাই
২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে লাহিড়ী মোহনপুর যাওয়ার সময় ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণসহ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া পৌর এলাকায় সরকারি আকবর আলী কলেজ এলাকা থেকে মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। অপহৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)। দু’জনই ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী ছিলেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরাজ ও মামুন একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন। তারা সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে এসে অপহরণকারীরা মোটরসাইকেলটি আটকে দেয়। এ সময় তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু জানান, মামুন ও মিরাজ দুইজন মোটরসাইকেল যোগে ২৮ লাখ টাকাসহ উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছেন। সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর আরটিভি নিউজকে জানান, ডাচ-বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণের বিষয়টি জেনে আমরা দুই কর্মচারী ও টাকা উদ্ধারে অভিযান চালাই। অভিযানে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে নিয়ামতপুর সড়কের পাশ থেকে ওই দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলছেন, অপহরণকারীরা ২৮ লাখ টাকা নিয়ে তাদের মহাসড়কের পাশে ফেলে গেছেন। তিনি আরও জানান, পুলিশ তদন্ত ও অভিযান শুরু করেছে। দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। আরটিভি/এএএ 
সিরাজগঞ্জে কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু 
সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতা শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়।  আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন।  সিরাজগঞ্জ জেল সুপার এ এস এম কামরুল হুদা আরটিভি নিউজকে বলেন, আতাউর রহমান আঙ্গুর সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে গত ১ নভেম্বর জেলা কারাগারে আসেন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গতকাল তার আদালতে মামলার হাজিরাও ছিল। হঠাৎ করেই আজ ভোরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।  তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  আরটিভি/এমকে/এআর
উল্লাপাড়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেলেন ৫ নারী
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। মহিলা বিষয়ক কর্মকতা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক শাহজাহান আলী, কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে রোকেয়া দিবসে পাঁচ নারী জয়িতা সম্মাননা পেয়েছেন। পাঁচ ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।  অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সম্মাননা পাওয়া পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার ঝিকিড়া গ্রামের বাসিন্দা আসমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বড়হর ইউনিয়নের কালিগঞ্জের বাসিন্দা খালেদা সুলতানা, সফল জননী নারী চকচৌবিলা গ্রামের সোহাগী রাণী শীক, নির্যাতনের বিভীষিকা মুছে ফলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ঝিকিড়া গ্রামের নুরুন্নাহার পারভীন, সামাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের ছাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। আরটিভি/এমকে
আরটিভির সাংবাদিক সুকান্ত সেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে করোনা যোদ্ধা সাংবাদিক, আরটিভির স্টাফ রিপোর্টার ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সুকান্ত সেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশন জেলা প্রতিনিধি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সঞ্চালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ স্মরণসভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্য জাকিরুল ইসলাম সান্টু, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল ২৪ এর সিনিয়র স্টাফ রিপোর্টার হীরক গুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টিভি সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা  রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক, আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিকের নির্বাহী সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মো: এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি দিলীপ গৌর, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন আহমেদ, জিটিভি ও আমাদের সময়ের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক, দৈনিক মানবজমিনের সিরাজগঞ্জ প্রতিনিধি সুজন সরকার প্রমুখ।  স্মরণসভায় বক্তারা বলেন, সৃষ্টিকর্তার কাছে প্রিয় সহকর্মী সুকান্ত সেনের আত্মার শান্তি কামনা করি। সিরাজগঞ্জের সাংবাদিকতায় রেখে গেছেন তার অসংখ্য ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী। তিনি করোনা কালীন  সংবাদ সংগ্রহের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একপর্যায়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। প্রিয় সুকান্ত সেন আমাদের জন্য রেখে গেছেন অনেক স্মৃতি, মায়া মমতা ও ভালবাসা। ঐতিহ্যবাহী  সিরাজগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিন সফলতার সাথে নেতৃত্বে দিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আর টিভির স্টাফ রিপোর্টার হিসেবে সিরাজগঞ্জের সর্ব মহলে সুনাম বয়ে এনেছেন। স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র  সদস্য ও ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মৌলভী নজরুল ইসলাম, প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক সাজেদুল ইসলাম মিলন, কার্যনির্বাহী কমিটির সদস্য ও আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি সোহাগ হাসান জয়, দৈনিক আজকে দর্পণ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চিত্র জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্ট, দৈনিক অগ্রসরের সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, দৈনিক বসুন্ধরা জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক চাঁদ তারা পত্রিকার নির্বাহী সম্পাদক ইউসুফ–উ–জ্জামান  ইমরান, ঢাকা পোস্ট সিরাজগঞ্জ প্রতিনিধি শুভ কুমার ঘোষ, ভোরের আকাশ জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রেসক্লাবের অফিস সহায়ক মিথিল হোসেনসহ সিরাজগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্মরণসভা শুরুর আগেই সুকান্ত সেন স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।  আরটিভি/এমকে
সিরাজগঞ্জে হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ শহরে হেরোইনসহ বাবু শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।  এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৮৫০ টাকাও জব্দ করা হয়। সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ সেখের ছেলে।  এ বিষয়ে কে এম মাসুদ রানা বলেন, পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ বাবুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলমান। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।